রাসেলের কাছ থেকে পাওয়ার হিটিং শিখতে চান আফিফ

afif
আফিফ হোসেন। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পাওয়ার হিটারদের একজন আন্দ্রে রাসেল। সেই রাসেলকে নিজ দলে পেয়ে ভীষণ রোমাঞ্চিত বাংলাদেশের তরুণ আফিফ হোসেন। দেখতে রাসেলের চেয়ে অনেক ছোটখাটো গড়নের আফিফ শিখতে চান রাসেলের পাওয়ার হিটিংয়ের মুন্সিয়ানা।

এবার রাজশাহী রয়্যালসের অধিনায়কের ভার পড়েছে রাসেলের কাঁধে। আফিফ সেই দলেরই গুরুত্বপূর্ণ সদস্য। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে দলের অন্যতম এক নাম আফিফ। বাঁহাতি আগ্রাসী ব্যাটিং আর অফ স্পিনে রাখেন ভূমিকা। সম্প্রতি এসএ গেমসে সোনা জিতে আসা আফিফ এবার অনুশীলন শুরু করেছেন বিপিএলের।

তার ব্যাটিং টি-টোয়েন্টিতে বেশ মাননসই হওয়ায় বাংলাদেশ জাতীয় দলেও একটা জায়গা করে নিয়েছেন। জাতীয় দলে তিনি যেখানে ব্যাট করেন, সেই ছয় সাতে নামলে দলের চাহিদা থাকে প্রথম বল থেকেই বড় শটের।

কাজেই পাওয়ার হিটিং আফিফের জন্য ভীষণ জরুরী। রাসেলকে দলে পেয়ে সেই জায়গায় আনতে চান উন্নতি। তবে রাসেলের তুলনায় নিজেদের শারীরিক সীমাবদ্ধতা জানা আছে তার। কাজেই গায়ের জোর থেকে বড় শট মারতে টেকনিকের ব্যাপারটা শিখতে চান আফিফ,   ‘তার পাওয়ার হিটিং (শিখতে চাই)। তার মতো পাওয়ার হিটিং করা সম্ভব নয়। তার কোয়ালিটি একরকম, আমি আরেকরকম। তবে সে যে টেকনিক কাজে লাগায়, সেগুলো থেকে ভালো কিছু যেন করতে পারি, সেই চেষ্টা করব। ’

গত বিপিএলে সিলেট সিক্সার্সে আফিফ পেয়েছিলেন ডেভিড ওয়ার্নারকে। এবার রাসেলকে দলে পাওয়াও বাড়তি পাওনা এই তরুনের কাছে, ‘আমি অবশ্যই সৌভাগ্যবান যে এরকম বিশ্বমানের ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুমে থাকতে পারছি। এরকম একজন বিশ্বমানের ক্রিকেটারকে আমরা অধিনায়ক হিসেবে পেয়েছি, আমরা খুবই সৌভাগ্যবান। ওর মতো একজন ক্রিকেটারের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করতে পারব, এগুলো শেখার চেষ্টা করব। ওর হাত ধরে আমরা যেন পুরো টুর্নামেন্টে ভালো করতে পারি, সেই আশা করব।’

 

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago