কেরানীগঞ্জে কারখানায় আগুন: নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১১
গতকাল কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে পুড়ে যাওয়া আরও আট শ্রমিক আজ (১২ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
এর ফলে হিজলটোলা এলাকায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।
গতকাল আগুনে একজন শ্রমিক মারা যান এবং আরও ৩৩ জন গুরুতর দগ্ধ হন। এর মধ্যে ১০ জনের শরীরের একশ ভাগ পুড়ে যায়।
আহতদের মধ্যে আটজন শ্রমিক হাসপাতালের বার্ন ইউনিটে আজ ভোররাত ২টা থেকে সকাল ১১টার মধ্যে মারা গেছেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ঢামেকের আবাসিক সার্জন ডা. নবীন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহত শ্রমিকদের একজন জাকির হোসেন (২২) জানান, আটটি গ্যাসের সিলিন্ডার রাখা একটি ঘরে আগুন ধরে যায়। সেখানে গ্যাসের লাইনে ছিদ্র ছিলো।
Comments