খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি চলছে
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি চলছে সুপ্রিম কোর্টে।
আজ (১২ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে শুনানি শুরু হয়।
শুনানির শুরুতে খালেদা জিয়ার আইনজীবী মাহবুব হোসেন আদালতকে বলেন, ডিপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের সংখ্যা অনেক বেশি থাকায় আসামি পক্ষের আইনজীবীরা আদালত কক্ষে যথেষ্ট জায়গা পাচ্ছেন না।
তিনি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে রাষ্ট্র ও আসামি পক্ষের ৩০ জন করে আইনজীবীকে আদালত কক্ষে থাকতে দেওয়ার আবেদন করলে প্রধান বিচারপতি তা গ্রহণ করেন।
এরপর, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের সামনে শুনানি শুরু হয়।
শুনানির সময় খালেদা জিয়ার অপর আইনজীবী জয়নুল আবেদীন বিএনপি নেত্রীর মেডিকেল বোর্ডের প্রতিবেদন তুলে ধরেন।
আরও পড়ুন:
আদালত প্রাঙ্গণে বিএনপি-আওয়ামী আইনজীবীদের মিছিল, নিরাপত্তা জোরদার
Comments