খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির পর তা খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এই রায় দেওয়া হয়।
রায়ে শীর্ষ আদালত মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী খালেদা জিয়াকে ‘বায়োলজিক্যাল ট্রিটমেন্ট’ দেওয়ার জন্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেন।
এর আগে সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের সামনে শুনানি শুরু হয়। সেসময় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা যুক্তি-তর্ক উপস্থাপন করেন।
আরও পড়ুন:
আদালত প্রাঙ্গণে বিএনপি-আওয়ামী আইনজীবীদের মিছিল, নিরাপত্তা জোরদার
Comments