কেরানীগঞ্জে কারখানায় আগুনে নিহতদের পরিচয়
গতকাল কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে নিহত ১১ জনের মধ্যে ১০ জনের পরিচয় জানা গেছে।
তারা হলেন: রংপুরের পীরগাছা এলাকার গুলজারের ছেলে মাহাবুবুর রহমান (২৫), মাগুরার শালিখার মতলব মোল্লার ছেলে জিনারুল ইসলাম (৩২), পটুয়াখালীর কলাপাড়ার মো. আনসার হাওলাদারের ছেলে মো. ইমরান (১৮), নড়াইল সদরের ইউসুফ বিশ্বাসের ছেলে রায়হান (১৬), বরিশালের বাকেরগঞ্জের ইব্রাহিম খলিফার ছেলে আব্দুল খালেক (৩৫), নরসিংদীর বেলাবর তোফাজ্জল হোসেনের ছেলে বাবুল (২৬), টাঙ্গাইল মির্জাপুরের আব্দুস সালাম মিয়ার ছেলে সিনিয়র ইঞ্জিনিয়ার সালাউদ্দিন (৩২), মুন্সীগঞ্জ সিরাজদি খানের আব্দুর রশিদের ছেলে আলম (৩৫), খলিল হোসেনের ছেলে সুজন (১৯) এবং ঢাকা কেরানীগঞ্জের নূরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর (৫৫)।
নিহত অপর ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।
এদের মধ্যে গতকালই মারা যান মাহাবুবুর রহমান। তার বাবা গুলজারের সঙ্গে কথা বলে জানা যায় মাহবুবুর ছোটবেলা থেকেই হাতে ব্রেসলেট পড়তো। সম্পূর্ণ পুড়ে যাওয়ায় চেহারা দেখে তাকে সনাক্ত করা যায়নি। দেহাবশেষের সঙ্গে থাকা ব্রেসলেট দেখে তাকে সনাক্ত করেন তিনি।
মাহাবুবুরের বন্ধুদের বরাত দিয়ে গুলজার দ্য ডেইলি স্টারকে জানান, আগুন ধরলে মাহাবুবুর সেখান থেকে বের হয়ে গিয়েছিলো। কিন্তু, সহকর্মীদের উদ্ধার করতে সে আবার সেখানে ফিরে যায়।
আরও পড়ুন:
Comments