এখনো কিছুটা অস্বস্তি আছে মাশরাফির

Mashrafe Mortaza and Robi Bopara
ম্যাচ শেষে রবি বোপারার সঙ্গে মাশরাফি মর্তুজা। ছবি: ফিরোজ আহমেদ

বিশ্বকাপের পর দীর্ঘ পাঁচ মাস খেলার বাইরে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। এই সময়ে খুব একটা অনুশীলনও করেননি। এতদিন পর খেলতে নেমে শুরুতেই অনুমিতভাবে সেরা ছন্দ মেলেনি। জানালেন আছে কিছুটা অস্বস্তি। যদিও দল হারলেও ব্যাটে বলে তার পারফরম্যান্স একেবারে মন্দও না।

বিপিএলে মাশরাফি এবার খেলছেন ঢাকা প্লাটুনের হয়ে। প্রথম ম্যাচে দলকে জেতাতে পারেননি মাশরাফিরা। আগে ব্যাট করে রাজশাহী রয়্যালসের কাছে মাত্র ১৩৪ রান করে ৯ উইকেটের বড় ব্যবধানে হারে নামেভারে টুর্নামেন্টের অন্যতম ফেভারিটরা।

ব্যাটিংয়ে দুই ছক্কায় অপরাজিত ১৮ রানের পর তিন ওভার বল করে ১৮ রান দেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ১৫৯ দিন পর ফেরার ম্যাচ হিসেবে এই পারফরম্যান্সকে যথেষ্টই স্বস্তির। তবে মাশরাফি নিজে এখনো বোধ করছেন কিছুটা অস্বস্তি, ‘অনেক দিন পর মাঠে নামলাম কিছুটা অস্বস্তি আছে, নাই যে তা না। খেলোয়াড়রা অনেক দিন বাইরে থাকলে যে সমস্যাগুলো হয় আরকি। ’

তবে সময়ের সঙ্গে এসব অস্বস্তি কেটে যাওয়ার আশা তার, ‘দুই-তিন চার ম্যাচ পর গেলে হয়তো সব স্বাভাবিক হয়ে আসবে। অনেক দিন বাইরে তো, টুকটাক চোট থাকার কথা, এখনও আছে। আমার কাছে মনে হয় এগুলো আগেও ওভারকাম করেছি। এখনও আশা করি ঠিক হয়ে যাবে।’

বিপিএলে অধিনায়ক হিসেবে সবচেয়ে সফল মাশরাফি। অন্য কোন অধিনায়ক যেখানে একটার বেশি শিরোপা জিততে পারেননি, মাশরাফি এখন পর্যন্ত তিন দলকে চারবার শিরোপা জিতিয়েছেন তিনি। তার সামনে চতুর্থ দলকে ট্রফি এনে দেওয়ার হাতছানি। তবে তিনি নিজে এমন কোন লক্ষ্য ঠিক করছেন না,  ‘মনে হয় না বিপিএলে এমন কিছুর টার্গেট করার আছে। দলের জন্য সম্ভাব্য সেরা যেটা করা যায় সেটাই করবো। মূল জিনিস হচ্ছে দল। যেহেতু ফ্রেঞ্চাইজি বেস টুর্নামেন্ট। এখানে ফ্রেঞ্চাইজি যারা থাকে তাদের অনেক চাওয়া-পাওয়া থাকে। দল করে অনেক টাকা পাওয়া খরচ করে। ওই প্যাশনটা নিয়ে মাঠে নামা খুব গুরুত্বপূর্ণ। আর খেলোয়াড়রা যখন মাঠে যায় তখন সবাই চায় তাদের সেরাটা দিয়ে পারফর্ম করতে।’

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

4h ago