সিলেটকে গুঁড়িয়ে রাসেলদের টানা দ্বিতীয় জয়
অলোক কাপালি, রবি বোপারা ও ফরহাদ রেজা মিলে দুর্দান্ত বোলিংয়ে একশোর নিচে গুটিয়ে দিলেন সিলেট থান্ডারকে। এরপর রাজশাহী রয়্যালসকে ৮ উইকেটের বিশাল জয় এনে দিলেন লিটন দাস-আফিফ হোসেন।
শুক্রবারের (১৩ ডিসেম্বর) প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিলেটের ছুঁড়ে দেওয়া ৯২ রানের মামুলি লক্ষ্য তাড়ায় ৫৫ বল হাতে রেখে জিতেছে রাজশাহী। ১০.৫ ওভারে ২ উইকেটে ৯৫ রান তুলে জয়ের বন্দরে নোঙর করেছে আন্দ্রে রাসেলের দল।
বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহীর এটি টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে তারা হারিয়েছিল ঢাকা প্লাটুনকে। অন্যদিকে, সিলেটের এটি টানা দ্বিতীয় হার। গেল ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হেরেছিল মোসাদ্দেক হোসেন সৈকতের দল।
জবাব দিতে নেমে ইনিংসের তৃতীয় বলে হজরতউল্লাহ জাজাইয়ের উইকেট হারায় রাজশাহী। ৩ বলে খেলে শূন্য রানে নাঈম হাসানের শিকার হন তিনি। সেই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ৩৯ বলে ৬২ রান যোগ করেন লিটন ও আফিফ। বাহারি শটের পসরা সাজান দুজনে। তাদের জুটিতে জয় নিশ্চিত হয়ে যায় দলটির।
২৫ বলে ৩ চার ও ২ ছয়ে ৩০ রান করে আউট হন আফিফ। শোয়েব মালিককে সঙ্গে নিয়ে বাকি পথ পাড়ি দেন লিটন। তিনি ২৬ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন, মারেন ৭ চার। মালিকের ব্যাট থেকে আসে ১১ বলে ১৬ রান।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি সিলেট। দুই ওপেনার রনি তালুকদার ও জনসন চার্লস ওপেনিং জুটিতে এনে দেন ৩৫ রান। কিন্তু এরপর স্কোরবোর্ডে মাত্র ৬ রান যোগ করতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি।
চতুর্থ উইকেটে অধিনায়ক মোসাদ্দেককে নিয়ে আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান মোহাম্মদ মিঠুন দলের হাল ধরেছিলেন। ইঙ্গিত দিচ্ছিলেন দারুণ কিছু করার। কিন্তু এ জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দলটি। ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ ১৯ রান যোগ করতে ৭ উইকেট হারায় সিলেট।
মিঠুন-মোসাদ্দেক দুজনকেই শিকার করেন বোপারা। দুজনের ব্যাট থেকেই আসে দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান। ওপেনার রনির অবদান ১৯ রান। রাজশাহীর পক্ষে ১৭ রানের খরচায় ৩ উইকেট নেন কাপালি। এছাড়া ২ উইকেট করে পান বোপারা ও রেজা।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট থান্ডার: ১৫.৩ ওভারে ৯১ (রনি ১৯, চার্লস ১৬, মিঠুন ২০, জীবন মেন্ডিস ০, মোসাদ্দেক ২০, মিলন ১০, নাঈম ১, নাভিন ২, সান্তোকি ০, নাজমুল অপু ০, ইবাদত ১*; রাসেল ১/২৫, তাইজুল ০/১৫, আবু জায়েদ ০/১৪, কাপালি ৩/১৭, বোপারা ২/১০, রেজা ২/৯)
রাজশাহী রয়্যালস: ১০.৫ ওভারে ৯৫/২ (জাজাই ০, লিটন ৪৪*, আফিফ ৩০, মালিক ১২*; নাঈম ১/১৬, ইবাদত ০/২০, সান্তোকি ০/১৫, নাভিন ১/১৯, জীবন মেন্ডিস ০/১৪, মিলন ০/৩)।
ফল: রাজশাহী ৮ উইকেটে জয়ী।
Comments