অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা ব্রাভোর
অবসরের সিদ্ধান্ত পাল্টে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। তবে এই তারকা অলরাউন্ডার নিশ্চিত করেছেন, কেবল টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেট খেলতে চান তিনি।
আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে প্রতিযোগিতায় অংশ নেবে উইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেতে অবসরের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন ব্রাভো।
গেল বছর অক্টোবরে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের (সিডব্লিউআই) সঙ্গে দ্বন্দ্বের জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ব্রাভো। তবে ২০১৬ সালের সেপ্টেম্বরের পর আর ক্যারিবিয়ানদের হয়ে খেলতে দেখা যায়নি তাকে।
চলতি বছরে সিডব্লিউআই’র প্রসাশনিক পর্যায়ে বেশ কিছু রদবদল এসেছে। ফলে আবারও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আগ্রহী হয়ে উঠেছেন ৩৬ বছর বয়সী এই খেলোয়াড়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) চেন্নাইতে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো’র কাছে ব্রাভো বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিচ্ছি আমি। সুযোগ পেলে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে এই অঞ্চলের (ক্যারিবিয়ান) প্রতিনিধিত্ব করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ থাকব।’
তিনি যোগ করেছেন, ‘বেশ কিছু দিন ধরে আমি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়টি নিয়ে ভাবছিলাম এবং (উইন্ডিজ বোর্ডে) ইতিবাচক পরিবর্তনের কারণে আমার সিদ্ধান্তটি সুসংহত হয়েছে। কোচ ফিল সিমন্স ও অধিনায়ক কিয়েরান পোলার্ডের বর্তমান নেতৃত্বে ফেরার ব্যাপারে আমি খুবই রোমাঞ্চিত।’
ব্রাভো উইন্ডিজের হয়ে ৪০ টেস্ট, ১৬৪ ওয়ানডে ও ৬৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন সংস্করণ মিলিয়ে তার রান ৬ হাজার ৩১০, উইকেট ৩৩৭টি।
Comments