রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনেও বৃষ্টির দাপট

sri lanka rawalpindi test
ছবি: আইসিসি টুইটার

উন্মাদনার কমতি ছিল না! কিন্তু এক দশক বাদে পাকিস্তানে টেস্ট ফেরার প্রথম দিনে খেলা হয়েছিল ৬৮.১ ওভার। দ্বিতীয় দিনে মাঠে গড়ায় ১৮.২ ওভার। বৃষ্টির দাপট তৃতীয় দিনে আরও বেড়েছে। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে পুরো দিনে অনুষ্ঠিত হয়েছে মাত্র ৫.২ ওভার।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাওয়ালপিন্ডিতে প্রথম সেশনের পুরোটা ভেসে যায় ভেজা আউটফিল্ডের কারণে। মধ্যাহ্ন বিরতির পর খেলা মাঠে গড়ালেও মাত্র ২৬ মিনিট পর বন্ধ হয়ে যায় ব্যাট-বলের লড়াই। এবারে কারণ আলোকস্বল্পতা। এরপর আর মাঠে গড়ায়নি বল।

খেলা বন্ধ হওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে সফরকারী শ্রীলঙ্কা যোগ করে আরও ১৯ রান। তারা দিন শেষ করেছে ৬ উইকেটে ২৮২ রানে। সেঞ্চুরির সুবাস নিয়ে ৮৭ রানে অপরাজিত আছেন দনঞ্জয়া ডি সিলভা। ১৫১ বলের ইনিংসে ১৩টি চার মেরেছেন তিনি। তার সঙ্গী দিলরুয়ান পেরেরার সংগ্রহ ৬ রান।

বৃষ্টির বাগড়ায় রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে ২২.৫ ওভার খেলা কম হয়েছিল। আগের দিন একই কারণে দুই দফায় খেলা হয় মোটে ৮২ মিনিট। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে।

সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন শেষে)

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: (আগের দিন ২৬৩/৬) ৯১.৫ ওভারে ২৮২/৬ (দনঞ্জয়া ৮৭*, পেরেরা ৬*; আব্বাস ১/৫৬, শাহিন ২/৫৮, শিনওয়ারি ১/৫৪, নাসিম ২/৮৩)।

Comments

The Daily Star  | English

Fakhrul calls for unity among parties to restore democracy

Says empowering people through elections is the shared responsibility of all political forces

6m ago