দক্ষিণ আফ্রিকা সফরের ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে নেই রুট

root
ছবি: রয়টার্স

দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। ওয়ানডে সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন চার ক্রিকেটার। তারা হলেন- টম ব্যান্টন, প্যাট ব্রাউন, সাকিব মাহমুদ ও ম্যাট পার্কিনসন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) একইসঙ্গে ঘোষণা করা হয়েছে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড। দুটি দলেরই সদস্য সংখ্যা ১৬ জন। দুই সংস্করণের নেতৃত্বভার আগের মতোই থাকছে ইয়ন মরগানের কাঁধে।

আগামী বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিযোগিতাটিকে সামনে রেখে অন্যান্য খেলোয়াড়দেরও পরখ করে নিতে চান ইংলিশ নির্বাচকরা। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে তাই রুটকে দলের বাইরে রাখা হয়েছে। তবে নির্বাচকদের ভাবনায় তিনি ভালোভাবেই আছেন।

গেল মাসে নিউজিল্যান্ডের মাটিতে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ইংল্যান্ড। ওই সিরিজে বিশ্রাম পেয়েছিলেন বেন স্টোকস, জোফরা আর্চার ও জস বাটলার। তারা ফিরেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দলে। তবে ওয়ানডে সিরিজে তাদেরকে বিশ্রামে রাখা হয়েছে।

টি-টোয়েন্টি সংস্করণে সম্প্রতি দুর্দান্ত পারফর্ম করে ওয়ানডে দলে ফিরেছেন ডাভিড মালান। ফেরানো হয়েছে ক্রিস জর্ডান ও স্যাম কারানকেও। জর্ডান সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৬ সালে, কারান ২০১৮ সালে।

গেল জুলাইতে নিজেদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর দক্ষিণ আফ্রিকা সফর দিয়েই ৫০ ওভারের ক্রিকেটে মাঠে নামতে যাচ্ছে ইংল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী বছরের ৪ ফেব্রুয়ারি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ১২ ফেব্রুয়ারি।

ওয়ানডের ইংল্যান্ড স্কোয়াড:

ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, প্যাট ব্রাউন, স্যাম কারান, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, ডাভিড মালান, ম্যাট পার্কিনসন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ক্রিস ওকস।

টি-টোয়েন্টির ইংল্যান্ড স্কোয়াড:

ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, প্যাট ব্রাউন, স্যাম কারান, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান, ডাভিড মালান, ম্যাট পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, মার্ক উড।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

1h ago