ফিরলেন মাহমুদউল্লাহ
কলকাতায় গোলাপি বলের দিবা-রাত্রির টেস্টে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন। মাহমুদউল্লাহ রিয়াদ এরপর বাইরে থাকলেন দুই সপ্তাহের বেশি। গ্রেড ওয়ান টিয়ারের সেই চোট কাটিয়ে বিপিএলের প্রথম দুই ম্যাচ পর মাঠে ফিরেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক।
শনিবার (১৪ ডিসেম্বর) বিপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন মাহমুদউল্লাহ। তার অনুপস্থিতিতে প্রথম ম্যাচে জিতলেও পরের ম্যাচে হেরে যায় চট্টগ্রাম।
ওই দুই ম্যাচে অধিনায়কত্ব করার কথা ছিল ইমরুল কায়েসের। কিন্তু শেষ পর্যন্ত চট্টগ্রামের টিম ম্যানেজমেন্ট দুই ম্যাচের জন্য অধিনায়ক নির্বাচিত করে ওয়েস্ট ইন্ডিজের রায়াড এমরিটকে।
মাহমুদউল্লাহদের এই ম্যাচের প্রতিপক্ষ রংপুরের এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬৮ রানে গুটিয়ে গিয়েছিল তারা। দলটি ম্যাচ হেরেছিল ১০৫ রানের বিশাল ব্যবধানে।
গেল বিপিএলে খুলনা টাইটান্সকে নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদউল্লাহ। সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পাওয়া এই অভিজ্ঞ ক্রিকেটার বিপিএলে কেমন করেন, তা দেখতে মুখিয়ে আছেন নির্বাচকরাও।
Comments