এমবাপেতে মুগ্ধ ইব্রা

Mbappe
ফাইল ছবি

বর্তমান সময়ে কার খেলা সবচেয়ে ভালো লাগে, কে সবচেয়ে পছন্দের খেলোয়াড়? সম্প্রতি এক সাক্ষাৎকারে সুইডেনের তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের কাছে ছুঁড়ে দেওয়া হয় প্রশ্ন। উত্তরে তিনি বলেছেন কিলিয়ান এমবাপের নাম। জানিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) তরুণ ফরাসি ফুটবলারের প্রতি নিজের মুগ্ধতার কথা।

এমবাপের ক্যারিয়ারের শুরুটা হয়েছে আলো ঝলমলে। ফ্রান্সের হয়ে এরই মধ্যে জিতেছেন বিশ্বকাপ শিরোপা। সবশেষ তিন মৌসুমেই লিগ শিরোপা জেতার স্বাদ নিয়েছেন এই ফরোয়ার্ড। দুবার পিএসজির হয়ে, একবার মোনাকোর হয়ে। ব্যক্তিগত অর্জন তো আছেই। গেল মৌসুমে ৩৩ গোল করে ফরাসি লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি।

গেল সপ্তাহে ক্লাব ফুটবলে শততম গোল পূর্ণ করার কৃতিত্ব দেখিয়েছেন এমবাপে। অথচ তার বয়স এখনও ২১ পেরোয়নি। ক্লাবের হয়ে ১০০ গোল করতে তার চেয়ে বেশি সময় নিয়েছিলেন বর্তমানের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। বার্সেলোনা ফরোয়ার্ড মেসির লেগেছিল ২২ বছর ৬ মাস, জুভেন্টাস ফরোয়ার্ড রোনালদোর ২২ বছর ১১ মাস।

ছবি: এএফপি

ইব্রাহিমোভিচের আগের ঠিকানা ছিল পিএসজি। তবে এমবাপের সঙ্গে খেলা হয়নি তার। ইব্রা ফরাসি ক্লাবটি ছেড়ে যাওয়ার এক বছর পর এমবাপে নাম লেখান সেখানে। ২০১৭ সালে পিএসজিতে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমে ২১ গোল করেছিলেন তিনি। দ্বিতীয় মৌসুমে এমবাপের পা থেকে আসে ৩৯ গোল। আর চলমান মৌসুমে সকল প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত তিনি করেছেন ১৩ গোল।

এমবাপের প্রতি ইব্রার মুগ্ধ হওয়াটা তাই স্বাভাবিক, ‘সে পার্থক্য গড়ে দিতে জানে। সে এখনও তরুণ এবং আমি আশা করব যেন সে একইভাবে পরিশ্রম করতে থাকে। বয়স যা-ই হোক না কেন, সে এখনই একজন তারকা।’

পছন্দের খেলোয়াড়ের প্রতি কিছু উপদেশবাণীও ছুঁড়ে দিয়েছেন কিংবদন্তি সুইডিশ ফুটবলার, ‘আমি আশা করব, সে যেন (গোল করার) ক্ষুধাটা ধরে রাখে এবং ফুটবলের প্রতি ভালোবাসা হারিয়ে না ফেলে যাতে সে উন্নতি করতে পারে এবং আরও অনেক কিছু অর্জন করতে পারে। এসব করতে হলে তাকে মাথা ঠাণ্ডা রাখতে হবে এবং সে কাজটা সহজ নয়।’

সূত্র: মার্কা, ব্লিচার রিপোর্ট

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

41m ago