নেদারল্যান্ডসের পার্লামেন্টে যাচ্ছেন না সু চি
নেদারল্যান্ডসের পার্লামেন্টে দেশটির পররাষ্ট্র নীতি সংক্রান্ত কমিটির সঙ্গে পূর্ব নির্ধারিত সাক্ষাৎ বাতিল করেছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি।
শুক্রবার ওই বৈঠক হওয়ার কথা ছিল বলে নেদারল্যান্ডসের স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
ইংরেজি সংবাদপত্র এনএল টাইমসের খবরে বলা হয়, গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে সাফাই দিতে নেদারল্যান্ডসে অবস্থান করছেন সু চি। ডাচ পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে যাওয়ার কথা থাকলেও ‘অনাকাঙ্ক্ষিত’ পরিস্থিতির কথা বলে তিনি কর্মসূচি বাতিল করেছেন।
খবরে আরও বলা হয়, পার্লামেন্টে ওই কমিটির সঙ্গে গণহত্যার অভিযোগ সম্পর্কেই আলোচনা হওয়ার কথা ছিল। গণহত্যার অভিযোগের প্রেক্ষাপট ও মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে সু চি’র বক্তব্য শুনতে চেয়েছিল পররাষ্ট্র বিষয়ক কমিটি।
Comments