২০২৩ বিশ্বকাপ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ বাউচার
সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয় দক্ষিণ আফ্রিকার। এরপর শুরু হয়েছে দেশটির ক্রিকেটকে ঢেলে সাজানোর প্রক্রিয়া। গেল বুধবার তিন মাসের জন্য ভারপ্রাপ্ত হিসেবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পান সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। এর দুদিন পর দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মার্ক বাউচার।
শনিবার (১৪ ডিসেম্বর) বাউচারকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্মিথ। আগামী ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে কাজ করবেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তার সহকারী হিসেবে কাজ করবেন এনোচ এনকি যিনি আগে ভারপ্রাপ্ত টিম পরিচালক হিসেবে ছিলেন।
সাবেক সতীর্থের হাতে প্রধান কোচের দায়িত্ব অর্পণ করার পর স্মিথ বলেছেন, ‘আমি বাউচারকে বোর্ডে নিয়ে এসেছি কারণ আমার মনে হয়, তরুণ ও অনভিজ্ঞ প্রোটিয়া স্কোয়াডকে লড়াকু একটি দলে পরিণত করার মতো বলিষ্ঠতা তার রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা থাকায় সে জানে টেস্ট অঙ্গনে সফল হতে কী করা দরকার।’
স্মিথ আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যে ব্যাটিং ও বোলিং পরামর্শক নিয়োগ দেবেন তারা। ব্যাটিং পরামর্শক পদে দেশটির সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে দেখতে পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে নিজ দেশের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন বাউচার। ইংলিশদের বিপক্ষে চারটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
আগামীকাল সোমবার প্রথম দুটি টেস্টের জন্য দল ঘোষণা করবে দক্ষিণ আফ্রিকা।
Comments