মাথায় বল লাগার পরের সময়টা কেমন ছিল, জানালেন লিটন
ভারতের বিপক্ষে কলকাতায় ঐতিহাসিক ইডেন গার্ডেন্স টেস্টে মাথায় আঘাত পেয়েছিলেন লিটন দাস। ফলে বাংলাদেশের প্রথম দিবা-রাত্রির গোলাপি বলের টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। বেশ অসুস্থ বোধ করায় মাঠ থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছিল এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে। পরবর্তীতে বেশ কয়েক দিন বিশ্রামে ছিলেন তিনি। কেমন ছিল সেই সময়টা?
সোমবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রামে সাংবাদিকদের কাছে লিটন জানান, উপমহাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়া প্রথম দিবা-রাত্রির টেস্টের দলে থেকেও পুরো ম্যাচ খেলতে না পারায় হতাশ হয়েছিলেন তিনি, ‘অবশ্যই, খারাপ লেগেছে। জীবনে প্রথমবার সুযোগ ছিল গোলাপি বলে খেলার। যেহেতু ম্যাচে খেলেও পুরোটা আমি কাভার করতে পারিনি, এদিক থেকে খারাপ লেগেছে। বাদ বাকি কয়েকটা দিন আমি রেস্টে ছিলাম।’
ইডেনে বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মাঝে কিছুটা স্বস্তি দিচ্ছিলেন লিটন। নিয়মিত আদায় করে নিচ্ছিলেন বাউন্ডারি। কিন্তু ভারতীয় পেসার মোহাম্মদ শামির লাফিয়ে ওঠা বল তার মাথায় লাগে। কিছুটা শুশ্রূষা নিয়ে এরপর আরও দুই বাউন্ডারিতে পাল্টা জবাব দিলেও শেষ পর্যন্ত মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাকে। এরপর আর ম্যাচে ফিরতে পারেননি লিটন। তার কনকাশন বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ।
লিটন বলেন, ‘আমাকে তারা (টিম ম্যানেজমেন্ট) সিটি স্ক্যান করতে পাঠিয়েছিল। তারা ঝুঁকি নিতে চাচ্ছিল না। কারণ আমার ওই অবস্থা ছিল না বল লাগার পর থেকে যে আমি উঠে গিয়ে আবার ব্যাটিং করব। আমি যদি ব্যাটিং না করি তাহলে আমার প্রথম ইনিংসের ব্যাটিং পুরোটাই লস। তাই তারা চিন্তা করেছে, আমি যেহেতু প্রথম ইনিংসে আর ব্যাটিং করতে পারব না, তারা মিরাজকে নিয়েছে।’
বল মাথায় লাগার পর শারীরিকভাবে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছিল লিটনকে। তবে তিনি জানান, আঘাত পেলেও ভড়কে যাননি, ‘মানসিকভাবে ওইরকম একটা চাপে ছিলাম না। হ্যাঁ, মাথায় একটা বল লাগলে স্বাভাবিক কিছু লক্ষণ থাকে। মাথাব্যথা হওয়া বা (মাথা) একটু ভারী ভারী লাগা। এই জিনিসগুলো আমি অনুভব করেছি (পরের) কয়েকটা দিন।’
Comments