শহিদ স্মরণের ম্যাচে রফিকের বিধ্বংসী ব্যাটিং
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহিদ দুই ক্রিকেট ব্যক্তিত্ব আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও মুশতাক আহমেদের স্মরণে আয়োজিত প্রীতি টি-টোয়েন্টি ম্যাচে ঝড়ো ব্যাটিং করেছেন মোহাম্মদ রফিক। তার ৮ ছক্কা ও ৫ চারে সাজানো ইনিংসের কল্যাণে শহিদ জুয়েল একাদশকে হারিয়েছে শহিদ মুশতাক একাদশ।
শহিদ জুয়েল ও শহিদ মুশতাকের প্রতি শ্রদ্ধা জানাতে বরাবরই মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) প্রদর্শনী ম্যাচের আয়োজন করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারেও তার ব্যতিক্রম হয়নি। জাতীয় দলের সাবেক তারকারা দুই দলে ভাগ হয়ে খেলে থাকেন এই ম্যাচে। তবে জয়-পরাজয়ের প্রসঙ্গটা এখানে মুখ্য নয়।
এদিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রীতি টি-টোয়েন্টি ম্যাচে শহিদ জুয়েল একাদশকে ৭ উইকেটে হারিয়েছে শহিদ মুশতাক একাদশ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন শহিদ জুয়েল একাদশ। জবাবে ১০ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে শহিদ মুশতাক একাদশ।
শহিদ জুয়েল একাদশের পক্ষে ৪২ বলে সর্বোচ্চ ৫২ রান করেন এহসানুল হক সেজান। সজল চৌধুরী অপরাজিত থাকেন ২৯ বলে ৪৬ রানে। শহিদ মুশতাক একাদশের হয়ে ২৭ রানে ২ উইকেট নেন শফিউদ্দিন আহমেদ।
লক্ষ্য তাড়ায় আগ্রাসী ব্যাটিং করেন শহিদ মুশতাক একাদশের অধিনায়ক রফিক। মাত্র ৩৯ বলে ৮১ রান করেন এই বাঁহাতি ক্রিকেটার। মেহরাব হোসেন অপি অপরাজিত থাকেন ৪৭ বলে ৪৮ রানে। ম্যাচসেরা হন রফিক।
শহীদ জুয়েল স্কোয়াড: নাঈমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমন, সজল চৌধুরী, মাহমুদুল হাসান, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, এনামুল হক মণি, খালেদ মাহমুদ সুজন, নাসির আহমেদ, এহসানুল হক সেজান, নিয়ামুর রশীদ রাহুল, মোহাম্মদ সেলিম (উইকেটরক্ষক), হাসিবুল হোসেন শান্ত।
শহীদ মুশতাক স্কোয়াড: মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ লিটন, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), তারেক আজিজ খান, মুশফিকুর রহমান বাবু, মোর্শেদ আলী খান, মোহাম্মদ রফিক, আনোয়ার হোসেন মনির, শফিউদ্দিন আহমেদ, ফারুক আহমেদ, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আলী, খালেদ মাসুদ পাইলট।
Comments