সেই ভুল খবর নিয়ে ভারতীয় নয়, বাংলাদেশি গণমাধ্যমকে সন্দেহ লিটনের!

ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচের আগের দিন হুট করেই ভারতের শীর্ষ গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশিত হয় যে বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ। গোলাপি রং তিনি দেখতে পান না। যার সূত্র ধরে বেশ কিছু বাংলাদেশি গণমাধ্যমেও প্রকাশিত হয় ‘ভুয়া’ খবরটি। আর এ বিষয়টিই কষ্ট দিয়েছে লিটনকে। প্রতিপক্ষ দেশের গণমাধ্যম কী করল তা নিয়ে চিন্তিত ছিলেন না তিনি, বাংলাদেশের গণমাধ্যম যা করেছে সেটাই ভাবিয়েছে তাকে।
কলাকাতা টেস্টে খেলার একটি মুহূর্তে লিটন। ছবি: এএফপি

ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচের আগের দিন হুট করেই ভারতের শীর্ষ গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশিত হয় যে বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ। গোলাপি রং তিনি দেখতে পান না। যার সূত্র ধরে বেশ কিছু বাংলাদেশি গণমাধ্যমেও প্রকাশিত হয় ‘ভুয়া’ খবরটি। আর এ বিষয়টিই কষ্ট দিয়েছে লিটনকে। প্রতিপক্ষ দেশের গণমাধ্যম কী করল তা নিয়ে চিন্তিত ছিলেন না তিনি, বাংলাদেশের গণমাধ্যম যা করেছে সেটাই ভাবিয়েছে তাকে।

ভারত সফর থেকে ফেরার পর থেকেই গণমাধ্যম থেকে দূরে থেকেছেন লিটন। বিপিএল শুরুর প্রথম সপ্তাহ শেষ হতে চললেও গণমাধ্যমের মুখোমুখি হননি। তবে সোমবার (১৬ ডিসেম্বর) রাজশাহী রয়্যালসের মিডিয়া ম্যানেজারের কয়েক দফা অনুরোধেই সাংবাদিকদের সামনে এলেন তিনি। সেখানে কথা হলো কলকাতা টেস্ট নিয়েও। সেই ‘ভুল’ সংবাদের প্রসঙ্গ উঠতেই উল্টো প্রশ্ন ছোঁড়েন লিটন, ‘(সংবাদটি) ভারতীয় মিডিয়া না-কি আপনারা করছেন?’

আর এমন প্রশ্ন করবেনই না কেন তিনি? লিটনকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের অমন সংবাদ বেশ আলোড়ন তুলেছিল। সারা দেশেও এ নিয়ে তুমুল আলোচনা চলেছে। কিন্তু আসলে বিষয়টা পুরোই ‘মিথ্যা’, লিটনের এমন কোনো সমস্যাই নেই। নিজের প্রশ্নের ব্যাখ্যাটাও নিজেই দেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান, দেশের গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বলেন, ‘বিষয়টা নির্ভর করে আপনাদের ওপর, আপনারা কীভাবে নিচ্ছেন। যদি আমার বল দেখতে সমস্যা হতো, তাহলে তো প্রথম বল থেকেই খেলতে পারতাম না, এটা নির্ভর করে আপনারা কীভাবে নিয়েছেন।’

সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করে নিতে পরোক্ষভাবে অনুরোধও করেন লিটন, ‘(সে ঘটনাটা) আমার কাছে অতটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে অন্য মানুষ কীভাবে নিচ্ছে। আর আপনাদের একটা নিউজ বা ভারতের একটা নিউজ অনেক মানুষ দেখে। বাংলাদেশের মিডিয়াকে সবাই অনুসরণ করে। যারা গ্রামে থাকে, তারা কিন্তু দেখে এবং চিন্তা করতেই পারে, লিটন মনে হয় কালার ব্লাইন্ড। মানে কালারের একটু সমস্যা আছে। আপনারা যেভাবে নিউজ দেবেন সেভাবেই নিউজ আসবে।’

দিবা-রাত্রির টেস্টের আগে লিটনকে নিয়ে ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলো সে সংবাদ কেন প্রকাশ করেছিল তা জানা যায়নি। তবে ইডেনে বাংলাদেশের অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিড়ে বেশ সাবলীল ব্যাটিং উপহার দিয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে ২৭ বলে ২৪ রান করার পর ভারতীয় পেসার মোহাম্মদ শামির একটি বাউন্সারে মাথায় আঘাত পেয়ে অবশ্য মাঠ ছাড়তে হয়েছিল তাকে। পরে তার কনকাশন বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ।

Comments

The Daily Star  | English
Gazipur factory fire September 2024

Business community's voice needed in the interim government

It is necessary for keeping the wheels of growth running and attracting foreign investment in the new Bangladesh.

11h ago