চট্টগ্রামে প্রথম ম্যাচে খেলছেন না তামিম
ঢাকা পর্ব শেষ করে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় পর্ব। আর তার শুরুতেই দুঃসংবাদ শুনতে হচ্ছে স্থানীয় ক্রিকেট সমর্থকদের। ঘরের ছেলে তামিম ইকবালকেই প্রথম ম্যাচে দেখতে পাচ্ছেন না তারা। জ্বর নিয়ে তিনি ভর্তি হয়েছেন রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে।
আগামী বুধবার (১৮ ডিসেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে তামিমের ঢাকা প্লাটুন। তবে অসুস্থতার কারণে চট্টগ্রামে আসতে পারেননি বন্দরনগরীর ঘরের ছেলে তাকে ছাড়াই ঢাকা ছেড়েছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন প্লাটুন। তবে এই পর্বের দ্বিতীয় ম্যাচ থেকে দেশসেরা ওপেনার তামিমকে পেতে আশাবাদী দলটি।
তামিমের জ্বরের বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আহসানউল্লাহ হাসান। সোমবার (১৬ ডিসেম্বর) দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘হঠাৎ করেই জ্বর হওয়ায় তামিম দলের সঙ্গে আসতে পারেননি। অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, এটা স্বাভাবিক ভাইরাস জ্বর। ভয়ের কিছু নেই। তবে আগামীকালের ম্যাচে ওকে পাওয়া যাচ্ছে না। আশা করছি, চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ থেকে খেলবে তামিম।’
টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম, টি-টোয়েন্টিতে আছেন দ্বিতীয় স্থানে। স্বাভাবিকভাবেই ঘরোয়া ক্রিকেটে তার দিকে তাকিয়ে থাকে দলগুলো। তাই তাকে ছাড়া কিছুটা হলেও সমস্যায় পড়বে ঢাকা। তাও আবার তাদেরকে লড়তে হবে স্বাগতিক দলের বিপক্ষে।
সাম্প্রতিক বাজে সময় পেছনে ফেলে বিপিএলের ঢাকা পর্বে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তামিম। দুই ম্যাচে যথাক্রমে ৭৪ ও ৩১ রানের ইনিংস খেলেছেন। তাই চট্টগ্রামের ক্রিকেট অনুসারীদের আগ্রহের বিশাল অংশ জুড়ে আছেন এই বাঁহাতি। অন্যদিক থেকে এটা এক প্রকার স্বস্তিও স্থানীয় সমর্থকদের জন্য। কারণ নিজেদের দলের (চ্যালেঞ্জার্স) বিপক্ষে ঘরের ছেলের তামিম রান উৎসব করলে হয়তো দ্বিধায় পড়ে যেতে হতো তাদের!
Comments