মাঠে বিজয় দিবস উদযাপন করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ পল নিক্সন ইংলিশ। কিন্তু মাথায় লাল-সবুজ পতাকার ব্যান্ড পরেই ঢুকলেন মাঠে। দলের দেশি খেলোয়াড়রা তো বটেই, সব বিদেশি খেলোয়াড়ের মাথায়ও শোভা পেল তা। আর হাতে বাংলাদেশের ছোট আকারের জাতীয় পতাকা। ঘরের মাঠে বাংলাদেশের বিজয়ের ৪৯তম বছর উদযাপন করে ফেলল স্বাগতিক দলটি।
বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বে সোমবার (১৬ ডিসেম্বর) ছিল না কোনো ম্যাচ। তবে অনুশীলন করেছে দলগুলো। সকাল থেকে ধাপে ধাপে শুরু হওয়া অনুশীলনের শেষ ধাপে অর্থাৎ বিকালে দিকে অনুশীলন করতে আসে বন্দরনগরীর দলটি। আর বিশেষ সাজ-পোশাকে হাজির হয় তারা। অথচ সবার নজর ওই সময় ছিল রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেলের দিকে। কারণ নিজস্ব ফিজিওকে নিয়ে বিশেষভাবে অনুশীলন করছিলেন তিনি। তবে তাকে ছাপিয়ে মুহূর্তেই নজর চলে যায় চট্টগ্রামের দলটির দিকে।
শুধু তাই নয়, নিক্সন মাঠে ঢুকে সবার উদ্দেশে বললেন, ‘হ্যাপি ভিক্টরি ডে (শুভ বিজয় দিবস)!’ এরপর তিনি মুখোমুখি হলেন গণমাধ্যমের। জানালেন নিজেদের লক্ষ্যের কথা, ‘এটা বিজয় দিবসের উদযাপন। বাংলাদেশে এবারই আমার প্রথম। এটা চ্যালেঞ্জার্সের ঘরের মাঠ। যদিও আমরা কিছু জয় পেয়েছি। তবে আশা করছি, আরও জয় পাব।’
বিপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে জিতেছে চট্টগ্রাম। তবে নিজেদের মাঠের পর্বকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন নিক্সন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ পর্যায়। ঘরের মাঠে আমাদের চারটি ম্যাচ আছে। সবগুলোই জিততে হবে। এটা করতে পারলে সম্ভবত কোয়ালিফাই করতে পারব। এখানকার উইকেট ভালো, তাপমাত্রাও চমৎকার। ভালো অনুশীলনের প্রত্যাশা করছি এবং তা ম্যাচে কাজে লাগাতে হবে।’
আগামীকাল মঙ্গলবার জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেট থান্ডারের মুখোমুখি হবে চট্টগ্রাম। এর আগে দুপুর দেড়টায় লড়াই হবে রাজশাহী রয়্যালস ও খুলনা টাইগার্সের মধ্যে।
Comments