বাংলাদেশের বিপক্ষে টেস্ট বাতিল করে দিল আয়ারল্যান্ড

ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী ২০২০ সালের গ্রীষ্মে আয়ারল্যান্ডে গিয়ে একটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু আর্থিক সংকটের কারণে সেই টেস্ট ম্যাচটি বাতিল করে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। টেস্টের পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ খেলতে চায় আইরিশরা।

ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী ২০২০ সালের গ্রীষ্মে আয়ারল্যান্ডে গিয়ে একটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু আর্থিক সংকটের কারণে সেই টেস্ট ম্যাচটি বাতিল করে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। টেস্টের পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ খেলতে চায় আইরিশরা।

আয়ারল্যান্ডের টেস্ট বাতিলের খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, টেস্ট বাতিলের ব্যাপারে বিসিবিকে আগেই অবহিত করেছিল তারা, ‘তারা এটা আমাদের আগেই জানিয়েছিল। আইসিসিকে অবহিত না করায় এফটিপিতে (টেস্ট ম্যাচটি) রয়ে গিয়েছিল। টেস্টের জায়গায় আয়ারল্যান্ড সীমিত ওভারের ক্রিকেট খেলতে আগ্রহী।’

বাংলাদেশের বিপক্ষে একটি টেস্টের জন্য ১.১৪ মিলিয়ন ইউএস ডলার ব্যয় হতো আয়ারল্যান্ডের। স্পন্সর না থাকায় এই পরিমাণ টাকা খরচ করে টেস্ট আয়োজন সামর্থ্যের বাইরে মনে করছে নতুন টেস্ট খেলুড়ে দেশটি।

ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রোম টেস্ট আয়োজন করতে না পারায় দুঃখ প্রকাশ করে বার্তা দিয়েছেন, ‘সব টেস্ট খেলুড়ে দেশের মতো আমরাও ক্রিকেটের সব সংস্করণে খেলতে চাই। কিন্তু দুর্ভাগজনকভাবে আর্থিক সীমাবদ্ধতার কারণে আমরা টেস্ট আয়োজন করতে পারছি না।’

Comments

The Daily Star  | English

Hasina’s energy adviser Tawfiq-e-Elahi held

Former prime minister Sheikh Hasina’s energy adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from the capital’s Gulshan area last night.

4h ago