বিকেএসপির অ্যালামনাই অ‌্যাসোসিয়েশনে সাকিব সহ-সভাপতি

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ফাইল ছবি: খালিদ হুসাইন অয়ন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অ্যালামনাই অ‌্যাসোসিয়েশনের নতুন কমিটিতে সহ-সভাপতির পদ পেয়েছেন সাকিব আল হাসান। সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকা দেশের সবচেয়ে বড় ক্রীড়া তারকা নিজের শিক্ষা প্রতিষ্ঠানের এই কমিটিতে কাজ করবেন আগামী ১০ মাস।

উপমহাদেশের সাবেক হকি তারকা মামুন-উর রশিদকে করা হয়েছে এই কমিটির সভাপতি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক হকি খেলোয়াড় ও বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা টুটুল কুমার নাগ।

সাকিব ছাড়াও এই কমিটিতে সহ-সভাপতি পদে আছেন জাতীয় দলের সাবেক হকি খেলোয়াড় আলমগীর আলম, সাবেক ফুটবলার আবু রাফা মো: আরিফ, সাবেক ক্রিকেটার ও বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, সাবেক ফুটবলার এম এ তালেব হোসেন এবং সাবেক হকি খেলোয়াড় তারেক আদেল।

দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি অক্সিজেন যোগান দেওয়া প্রতিষ্ঠানটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনে যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছে সাবেক ফুটবলার খাজা মহসিন ও  জাতীয় দলের সাবেক ফুটবলার ফিরোজ মাহমুদ টিটু।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক হকি খেলোয়াড় আরিফুল হক প্রিন্স ও সাবেক বক্সার মেজর ইসরাফিল আলম। কোষাধ্যক্ষ হয়েছেন সাবেক অ্যাথলেট ইমরান টুটু।

দপ্তর সম্পাদকের পদ পেয়েছেন সাবেক ফুটবলার গাজী মামুন ও সাকের জাকের। এখানে উপ-কমিটিতে আছেন এ কে এম আহাদ, কিরন, ফয়জুল্লাহ, খন্দকার জাহিদুর রহমান।

প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক হকি তারকা ও বর্তমানে ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী এবং সাবেক হকি খেলোয়াড় রহুল কান্তি রায়। তাদের সঙ্গে আছেন সাবেক জাতীয় ফুটবলার ও ক্রীড়া সাংবাদিক রাশেদুল ইসলাম। এই বিষয়ক উপ-কমিটিতে আছেন কাজী শারমিন ইসলাম মেধা ও আবু জুবায়ের মোল্লা দিদার।

খেলাধুলা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে আছেন ফুটবলার মামুনুল ইসলাম ও ক্রিকেটার সাথিরা জাকির জেসি। এখানে উপ-কমিটিতে রাখা হয়েছে রমেশ কুমার ও আমির হোসেনকে।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে কাজ করবেন সাবেক হকি খেলোয়াড় মাওদুদুর রহমান শুভ।

Comments

The Daily Star  | English

China accuses Trump of 'pouring oil' on Iran, Israel conflict

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

5h ago