বাংলাদেশিদের জন্য কার্ডে ও অনলাইনে ভিসা ফি প্রদানের সুযোগ এনেছে যুক্তরাজ্য

বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়াকে নিরাপদ এবং আরও আধুনিক করতে ভিসার আবেদনের জন্য প্রয়োজনীয় অর্থ জমা দেয়ার জন্য কার্ড ও অনলাইনে লেনদেনের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য।

ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানায়, এই প্রক্রিয়াটি শুরুর আগে ব্রিটেনের ভিসা আবেদনের জন্য শুধু নগদ অর্থই জমা নেওয়া হতো। আজ (১৭ ডিসেম্বর) থেকে এই প্রক্রিয়ায় গ্রাহকরা আরও স্বচ্ছন্দে লেনদেন করতে পারবেন।

গতবছর সবগুলো ক্যাটাগরিতে প্রায় ২৫ হাজার বাংলাদেশিকে যুক্তরাজ্যের ভিসা দেওয়া হয়েছে। যা আগের বছর থেকে ২৬ শতাংশ বেশি।

সেই সঙ্গে, প্রায় ৮৫ শতাংশ ভিসা আবেদনকারী তাদের আবেদনের পর থেকে ১৫ দিন বা তার কম সময়ের মধ্যে সেবা পেয়েছেন।

ব্রিটিশ হাইকমিশন জানায়, বাংলাদেশিরা পড়াশুনা ও ভ্রমণের জন্য ব্রিটেনে যেতে পছন্দ করেন। সেক্ষেত্রে যুক্তরাজ্য ভিসা প্রদানে আধুনিক, দক্ষ ও নিরাপদ এ পদ্ধতিটি চালু করছে। এর ফলে আবেদনকারীরা আরও বেশি স্বাচ্ছন্দময় সেবা নিতে পারবেন।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন জানান, যুক্তরাজ্য সরকার জানে, প্রতিবছর বাংলাদেশ থেকে কী সংখ্যক ভিসা আবেদন পরে। সে কারণে ভিসা প্রদানের জন্য অর্থ জমা দেওয়ার এ পদ্ধতি সম্পর্কে নিশ্চিত হয়েই যতোটা সম্ভব কার্যকর করা হয়েছে।

তিনি বলেন, “কার্যকর সেবা দেওয়ার লক্ষ্যের একটি মূল অংশ হলো এই ঘোষণা। আমাদের নতুন এ সেবায় আধুনিক, ডিজিটাল অর্থ প্রদানের পদ্ধতি যুক্ত করা হয়েছে। গ্রাহকদের কীভাবে ফি প্রদান করতে হবে এবং তাদের দেওয়া অর্থের নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার মাধ্যমে তাদের আস্থা বজায় রাখা হবে।”

ইউকেভিআইয়ের বাণিজ্যিক অংশীদার ভিএফএসের সঙ্গে ছয়মাসের পাইলট প্রকল্পের অংশ হিসেবে এ পদ্ধতিটি চালু করা হয়েছে।

তিনি বলেন, “এ সময়ে মধ্যে গ্রাহকরা নগদেও ফি প্রদান করতে পারবেন এবং বাংলাদেশ অফিস তাদের মতামত নিয়ে ভবিষ্যতে আরও পরিকল্পনা গ্রহণ করবে।”

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

10h ago