ভারতের মহারাষ্ট্রে ১২ বাংলাদেশি গ্রেপ্তার
ভারতের মহারাষ্ট্র রাজ্যের পালঘর জেলা থেকে বৈধ কাগজপত্রহীন অবস্থায় ১২ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ (১৭ ডিসেম্বর) ভারতীয় পুলিশ জানায়, পালঘর জেলার বৈসার এলাকা থেকে নয়জন নারীসহ ১২ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের জনসংযোগ কর্মকর্তা হেমন্ত কাতকার বলেন, “গতকাল পালঘরে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সেল এবং অ্যান্টি টেরোরিজম স্কোয়াড যৌথ অভিযান চালিয়ে নয়জন নারীসহ ১২ বাংলাদেশিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বয়স ৩০ বছর থেকে ৫০ বছরের মধ্যে।”
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিলো না বলেও উল্লেখ করেন তিনি। বলেন, গ্রেপ্তারকৃতরা গত কয়েক বছর থেকে বৈসার এবং এর আশপাশের এলাকায় বসবাস করতো। তারা সেখানে মূলত গৃহকর্মীর কাজ করতো।
তাদের বিরুদ্ধে ১৯২০ সালের পাসপোর্ট আইন এবং ১৯৪৬ সালের বিদেশি আইনে মামলা দায়ের করা হয়েছে, যোগ করেন হেমন্ত কাতকার।
Comments