দারিদ্র্যের হার কমে হয়েছে ২০.৫ শতাংশ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে দারিদ্র্যের হার আগের অর্থবছরের ২১ দশমিক ৮ শতাংশ থেকে কমে ২০১৮-১৯ অর্থবছর শেষে সাড়ে ২০ শতাংশে দাঁড়িয়েছে।
ছবি: শেখ এনামুল হক

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে দারিদ্র্যের হার আগের অর্থবছরের ২১ দশমিক ৮ শতাংশ থেকে কমে ২০১৮-১৯ অর্থবছর শেষে সাড়ে ২০ শতাংশে দাঁড়িয়েছে।

এ সময়ে অতি দারিদ্র্যের হার ১১ দশমিক ৩ শতাংশ থেকে নেমে এসেছে সাড়ে ১০ শতাংশে।

আজ (১৭ ডিসেম্বর) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিসংখ্যান ব্যুরো এ তথ্য তুলে ধরে। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের বলেন, “দারিদ্র্যের হার (এক বছরে) ১ দশমিক ৩ শতাংশ কমে সাড়ে ২০ শতাংশে নেমে এসেছে। সেই সঙ্গে অতি দারিদ্র্যের হার দশমিক ৮ শতাংশ কমে সাড়ে ১০ শতাংশে দাঁড়িয়েছে।”

সরকারের নেওয়া বহুমুখী উদ্যোগের ফলে দারিদ্র্যের হার হ্রাস পেয়েছে বলে জানান তিনি।

২০১৬ সালের খানা আয়-ব্যয় জরিপ (এইচআইইএস) অনুযায়ী দারিদ্র্যের হার ছিলো ২৪ দশমিক ৩ শতাংশ। আর ২০০৫ সালে তা ছিলো ৪০ শতাংশ।

একই জরিপ অনুযায়ী অতি দারিদ্র্যের হার ২০১৬ সালে ছিলো ১২ দশমিক ৯ শতাংশ এবং ২০০৫ সালে ছিলো ২৫ দশমিক ১ শতাংশ।

২০১০ সালের এইচআইইএসতে দারিদ্র্য ও অতি দারিদ্র্য পাওয়া যায় যথাক্রমে সাড়ে ৩১ ও ১৭ দশমিক ৬ শতাংশ।

Comments

The Daily Star  | English

Mia, wife concealed assets in tax returns

When Asaduzzaman Mia retired as the longest-serving Dhaka Metropolitan Police commissioner in 2019, by his own admission, he went home with about Tk 1.75 crore in service benefits. But that does not give a true picture of his wealth accumulation. Fact is, the career cop and his family became muc

1h ago