রাজাকারের তালিকায় চাঁদপুরের ১১ জনকে মুক্তিযোদ্ধারা চেনেন না

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গত ১৫ ডিসেম্বর প্রকাশিত রাজাকারের তালিকায় চাঁদপুরের যে ১১ জনের নাম রয়েছে, তাদেরকে মুক্তিযোদ্ধারা চেনেন না বলে জানানো হয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড থেকে।
Ministry-Of-Liberation-War.jpg
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গত ১৫ ডিসেম্বর প্রকাশিত রাজাকারের তালিকায় চাঁদপুরের যে ১১ জনের নাম রয়েছে, তাদেরকে মুক্তিযোদ্ধারা চেনেন না বলে জানানো হয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড থেকে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এম এ ওয়াদুদ দ্য ডেইলি স্টারকে জানান, “প্রকাশিত তালিকায় চাঁদপুরের ১১ জনের নাম রয়েছে। কিন্তু, তাদেরকে কোনো মুক্তিযোদ্ধাই চেনেন না।”

তিনি আরও বলেন, “আমরা ২০১০ সালে চাঁদপুরের ৮ উপজেলার ইউএনও, ওসি, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার, চাঁদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নিয়ে জেলার রাজাকারদের একটি তালিকা করে প্রধানমন্ত্রী বরাবর জমা দিয়েছি। কিন্তু, সেখানেও এদের নাম আছে বলে মনে হয় না।”

জেলা শহরের সবার পরিচিত মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারী ও দেলোয়ার হোসেনসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার সঙ্গে ১১ জন রাজাকারের বিষয়ে চানতে চাইলে, তারাও কাউকে চেনেন না বলে জানান।

তবে, তাদের দাবি- চাঁদপুর জেলায় বহু কুখ্যাত রাজাকার রয়েছে, যাদের অনেকেই এখন জীবিত নেই। কেউ কেউ বেঁচে আছেন। তাদের কারো নামই তালিকায় প্রকাশ পায়নি।

চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, “আমার সময়ে জেলা প্রশাসন থেকে রাজাকারের নামের কোনো তালিকা পাঠানো হয়নি। তবে শুনেছি, কয়েক বছর আগে একটি তালিকা পাঠানো হয়েছে।”

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকায় চাঁদপুরের ১১ রাজাকারের নাম:

১. জয়নাল আবেদিন, পিতা: মনসুর আলী, গ্রাম: বত্তারহাট, পো. রূপসা, থানা: ফরিদগঞ্জ; ২. আব্দুল খালেক, পিতা: আদের আলী মিয়া, গ্রাম: বল্লুক বাজার, থানা: ফরিদগঞ্জ; ৩. রশিদ, পিতা: সাদেক আলী, গ্রাম: ফতেপুর, থানা: মতলব; ৪. এলাহী বক্স, পিতা: আব্দুল জলিল সরকার, গ্রাম: খন্দকারকান্দি, থানা: মতলব; ৫. ওজাহের আলী, পিতা: আক্কাছ আলী মিয়া, গ্রাম: নায়েরগাঁও, পো. এখলাছপুর, থানা: মতলব। ৬. হুমায়ুন, পিতা: সিরাজ আলী মজুমদার, গ্রাম: নাগদা, পো: খাদেরগাঁও, থানা: মতলব। ৭. আব্দুস ছাত্তার, পিতা: আব্দুল মজিদ, গ্রাম: আশ্রাফপুর, থানা: কচুয়া। ৮. বাদশা মিয়া, পিতা: রোস্তম আলী, গ্রাম: বাগলা কান্দি, থানা: চাঁদপুর সদর। ৯. আব্দুল মতিন, পিতা: আব্দুল কাদের, গ্রাম: রঘুনাথপুর, থানা: চাঁদপুর সদর। ১০. জয়নাল আবেদীন, পিতা: আব্দুল মতিন মিয়া, গ্রাম: লধুয়া, থানা: মতলব। ১১. মো. আমজাদ, পিতা: শরীফ মিয়া, গ্রাম: নাদারা, থানা: হাজীগঞ্জ।

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

27m ago