রিয়ালের বিপক্ষে ন্যু ক্যাম্পে খেলা বেশি কঠিন: মেসি

lionel messi
ছবি: এএফপি

সাধারণত ঘরের মাঠে গ্যালারি ভর্তি ভক্ত-সমর্থকদের সামনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে সব দলই। প্রতিপক্ষের মাঠে বিরুদ্ধ পরিবেশে গিয়ে খেলতে হলে পড়তে হয় অসুবিধায়। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাওয়ার আগে বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি বলেছেন ভিন্ন কথা। তার মতে, নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়ালের বিপক্ষে খেলাটা বেশি কঠিন।

বুধবার রাতে চলতি মৌসুমের লা লিগার প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামছে বার্সা ও রিয়াল। ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

পরিসংখ্যান বলছে, মুখোমুখি লড়াইয়ে সাম্প্রতিক সময়ে বার্সেলোনার কাছে পাত্তাই পাচ্ছে না রিয়াল। সকল প্রতিযোগিতা মিলিয়ে দুদলের সবশেষ ছয় দেখায় হারেননি মেসিরা। জিতেছেন চারটি ম্যাচে। ড্র হয়েছে বাকি দুটি। আর লা লিগায় এল ক্লাসিকোতে রিয়াল শেষবার বার্সার বিপক্ষে জিতেছিল ২০১৬ সালের এপ্রিলে।

ন্যু ক্যাম্পে গেল মৌসুমের লা লিগার এল ক্লাসিকোতে রিয়ালকে উড়িয়ে দিয়েছিল মেসিবিহীন বার্সেলোনা। লুইস সুয়ারেজ করেছিলেন হ্যাটট্রিক। তবে বিপরীত চিত্রও আছে। ৫-১ গোলের ওই জয়ের আগের তিন লিগ ম্যাচে নিজেদের মাঠে রিয়ালকে হারাতে পারেনি বার্সা। বিপরীতে, রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সবশেষ চার লিগ ম্যাচের সবকটিতে জিতেছে কাতালানরা।

তাই ঘরের মাঠের ম্যাচটি নিয়ে সতর্ক অবস্থানে থাকছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি। স্প্যানিশ ক্রীড়া বিষয়ক গণমাধ্যম মার্কা’র কাছে তিনি বলেছেন, ‘আমরা যখন বার্নাব্যুতে খেলি, তখন (আক্রমণ করার জন্য) অনেক জায়গা তৈরি হয়। যেহেতু তারা স্বাগতিক দল হিসেবে খেলে তাই তাদের বেশি বেশি আক্রমণ করার প্রবণতা থাকে এবং সমর্থকরাও তাদের সেভাবে খেলতে উৎসাহ দিয়ে থাকে।’

রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী তারকা যোগ করেছেন, ‘ক্যাম্প ন্যুতে তারা অন্য ধরনের খেলা খেলে। কিছুটা নিচে নেমে গিয়ে তারা আঁটসাঁট হয়ে থাকে এবং পাল্টা-আক্রমণ করে কারণ তাদের আক্রমণভাগে দ্রুত গতিসম্পন্ন ফুটবলার আছে। বার্নাব্যুতে আমরা ৯০ মিনিট সমানভাবে খেলি। কিন্তু এখানে (ন্যু ক্যাম্পে) খেলাটা বেশি বদ্ধ ও বেশি জটিল অবস্থায় থাকে।’

মর্যাদার লড়াইয়ের পাশাপাশি এবারের এল ক্লাসিকো দুদলের জন্য শীর্ষে ওঠার ম্যাচও। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুই নম্বরে আছে রিয়াল।

Comments

The Daily Star  | English

US officials preparing for possible strike on Iran in coming days, Bloomberg reports

Iran and Israel continue to attack each other on Wednesday night, as Donald Trump weighs US involvement

10h ago