সবাই মিলে ‘অসাধারণ’ মেসিকে রুখতে হবে, বলছেন ভারানে
কয়েক দিন আগে রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জেতা লিওনেল মেসি চলমান মৌসুমেও আছেন চেনা ছন্দে। চোটের কারণে শুরুর দিকের বেশ কিছু ম্যাচে খেলতে না পারলেও স্প্যানিশ লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন তিনি। বার্সেলোনার অধিনায়ককে ‘অসাধারণ’ তকমা দিয়ে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাফায়েল ভারানে বলছেন, এল ক্লাসিকোতে আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রতি দিতে হবে বাড়তি নজর। ক্ষুদে জাদুকর খ্যাত ফুটবলারকে আটকাতে হবে সবাই মিলে।
বুধবার রাতে চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামছে বার্সা ও রিয়াল। মেসিদের ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
মর্যাদার লড়াইয়ের পাশাপাশি এবারের এল ক্লাসিকো দুদলের জন্য শীর্ষে ওঠার ম্যাচও। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুই নম্বরে আছে রিয়াল।
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলতে নামার আগে সতীর্থদের সতর্ক করে রিয়ালের বিশ্বকাপজয়ী ফরাসি তারকা ভারানে বলেছেন, মেসিকে সাধারণ প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করলে চরম মূল্য দিতে হতে পারে তাদের।
‘তিনি একজন অসাধারণ খেলোয়াড় এবং অন্য সাধারণ খেলোয়াড়দের আপনি যেভাবে রুখে দেন, সেভাবে তার বিপক্ষে খেলতে পারেন না।’
‘তার নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এবং তিনি বাড়তি নজরের দাবি রাখেন এবং দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে মিলে তাকে রুখে দিতে হবে।’
‘(মেসিকে রুখে দেওয়া) এটা একটা দলগত প্রচেষ্টা। তাকে যতটা সম্ভব কম জায়গা দিতে হবে (মাঠে)।’
কেন ভারানের এই বাড়তি সতর্কতা তা আর আলাদা করে না বললেও চলে। ফর্মের বিচারে চলতি লিগে যেন উড়ছেন মেসি। ১১ ম্যাচ খেলে করেছেন ১২ গোল। তাছাড়া বার্সার বিপক্ষে রিয়ালের সাম্প্রতিক ফর্মও খুব একটা আশা জাগানিয়া নয়। সব প্রতিযোগিতা মিলিয়ে দুদলের সবশেষ ছয় ম্যাচের একটিতেও জয় পায়নি জিনেদিন জিদানের শিষ্যরা। ন্যু ক্যাম্পে গেল মৌসুমের এল ক্লাসিকোতে ৫-১ ব্যবধানে হেরেছিল রিয়াল। আর লা লিগায় বার্সার বিপক্ষে শেষবার তারা জয়ের স্বাদ নিয়েছিল ২০১৬ সালের এপ্রিলে।
Comments