পদত্যাগ প্রসঙ্গে ডেইলি স্টারকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

‘লেট দেম ওয়েট অ্যান্ড সি’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে গত ১৫ ডিসেম্বর প্রকাশিত রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম থাকায় দেশজুড়ে বিতর্ক ও ক্ষোভ সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে অনেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পদত্যাগের দাবি তুলেছেন।
akm mozammel haque
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে গত ১৫ ডিসেম্বর প্রকাশিত রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম থাকায় দেশজুড়ে বিতর্ক ও ক্ষোভ সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে অনেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পদত্যাগের দাবি তুলেছেন

আজ (১৮ ডিসেম্বর)  দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে তার পদত্যাগের বিষয়ে জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, “যারা আমার পদত্যাগ চাচ্ছে তাদের তা চাওয়ার অধিকার রয়েছে। তাদেরকে অপেক্ষা করতে হবে। দেখতে হবে আমি পদত্যাগ করি কী না। লেট দেম ওয়েট অ্যান্ড সি।”

উল্লেখ্য, রাজাকারের তালিকায় ভুল ধরা পড়ায় এবং তা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে তালিকাটি স্থগিত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

Comments