ট্রাম্প প্রতিনিধি পরিষদে অভিযুক্ত, চূড়ান্ত সিদ্ধান্ত সিনেটে
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সেদেশের প্রতিনিধি পরিষদের ভোটে অভিশংসিত হয়েছেন। আমেরিকার ইতিহাসে তিনি তৃতীয় রাষ্ট্রপতি যিনি অভিশংসিংত হলেন। তবে, তিনি রাষ্ট্রপতি হিসেবে থাকতে পারবেন কী না তার বিষয়ে সিদ্ধান্ত হবে সিনেটে।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল (১৮ ডিসেম্বর) ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ২৩০-১৯৭ ভোটে অভিশংসিত হন ট্রাম্প। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছিলো।
প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের সবাই ট্রাম্পের বিপক্ষে এবং রিপাবলিকানরা সবাই ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন। কিন্তু, ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ট্রাম্পকে অভিশংসনে পড়তে হয়।
এর আগে ১৮৬৮ সালের ২৪ ফেব্রুয়ারি মার্কিন রাষ্ট্রপতি এন্ড্রু জনসন এবং ১৯৯৮ সালের ১৯ ডিসেম্বর বিল ক্লিনটন অভিশংসিত হন।
এছাড়াও রিচার্ড নিক্সন অভিশংসনের মুখে পরেছিলেন। অভিশংশিত হওয়ার আগেই ১৯৭৪ সালের ৯ আগস্ট তিনি পদত্যাগ করেন।
অভিশংসন ভোটের পর হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, রাষ্ট্রপতি যে সম্পূর্ণ নির্দোষ তা সিনেটের ভোটে প্রমাণিত হবেন- এ বিষয়ে তার আত্মবিশ্বাসী রয়েছে।
Comments