নিজের সন্তুষ্টির জন্য অলরাউন্ডার হতে চান আমিনুল
মাঠের এক প্রান্তে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার রবি ফ্র্যাইলিংকের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথা বলছিলেন তরুণ আমিনুল ইসলাম বিপ্লব। দূর থেকে স্পষ্টই বোঝা যাচ্ছিল, আমিনুলকে কিছু একটা বোঝাচ্ছেন ফ্র্যাইলিংক। ব্যাট ধরেও দেখাচ্ছিলেন। পরে সংবাদ সম্মেলনে খোলাসা হলো ব্যাপারটা। প্রোটিয়া তারকার কাছ থেকে বড় শট খেলার তালিম নিচ্ছিলেন আমিনুল। কারণ বোলার হিসেবে পরিচিতি পেলেও তার মূলত তিনি একজন ব্যাটসম্যান। সেই পরিচয়ের ধারও তো বাড়াতে হবে!
বাংলাদেশ জাতীয় দলে লেগ স্পিনার হিসেবে খ্যাতি মিলেছে। তাই অনেকেই ভাবতে পারেন, হয়তো বোলিংকে কেন্দ্র করে নিজেকে এগিয়ে যাবেন আমিনুল। কিন্তু তার ভাবনাটা ভিন্ন। নিজের আসল পরিচয় মুছে ফেলতে চান না। নিজেকে অলরাউন্ডার হিসেবে গড়তে চান এ তরুণ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সাংবাদিকদের কাছে বললেন, ‘কোনো একটা (ব্যাটসম্যান বা বোলার) নয়। তাহলে সন্তুষ্টি থাকবে না। আমি অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করতে চাই। যখন সুযোগ হয় বোলিংয়ে, তখন ভালো করার চেষ্টা করছি। তবে ব্যাটিংয়ে ওইভাবে সুযোগ হয় নাই। সুযোগের অপেক্ষায় আছি। যদি কখনো হয়, তাহলে নিজের সেরাটা দিয়েই খেলার চেষ্টা করব।’
তাই বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়েও কাজ করছেন আমিনুল। যদিও পরিচয় বদলে যাওয়ায় ব্যাটিং নিয়ে ব্যাপকভাবে কাজ করা কঠিন। কিন্তু চ্যালেঞ্জটা নিচ্ছেন তিনি, ‘এটা চ্যালেঞ্জিং। আর চ্যালেঞ্জ নিয়ে কাজ করার একটা মজা আছে। এর মধ্যে থেকে আগাতে হবে। কারণ আর কোনো পথ নেই, আর কোনো সুযোগ নেই। যেহেতু পছন্দ করেছি যে অলরাউন্ডার হতে হবে, তাই দুইটাকে সমানভাবে দেখছি। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়েও (কাজ করছি)। আর আমিও সময় রাখতে চাই, তারাও সময় দিচ্ছে আমাকে।’
ব্যাটিং শক্তিটা বাড়াতে তাই অভিজ্ঞদের পরামর্শ নিচ্ছেন আমিনুল। এদিন যেমন নিলেন ফ্র্যাইলিংকের কাছ থেকে, ‘সবাই জানে ও বিগ হিটার। ভালো স্ম্যাস (হাঁকাতে) পারে। তো ওইটাই ওর কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে বড় শট বা বড় ছয় মারতে হলে কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ। ও আমাকে সেটাই পরামর্শ দিল। ও আমাকে বলল যে ভালো পজিশন নিয়ে মারাটা খুব গুরুত্বপূর্ণ। আর ব্যাটের সুইংটাও খুব গুরুত্বপূর্ণ। যদি সেটা ভালো থাকে তাহলে অটোম্যাটিক (স্বাভাবিকভাবে) শট ভালো হয়।’
আর বোলিং নিয়ে কাজটা তো নিয়মিতই করছেন আমিনুল। এর মধ্যে নতুন অস্ত্র হিসেবে বেশ কিছু ভেরিয়েশনও যোগ করেছেন বলে জানালেন, ‘আমি স্বাভাবিকভাবে যেটা করি সেটাই করছি। সঙ্গে যেগুলো দেখিয়েছে (স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল) ভেট্টরি, তার সঙ্গে যেগুলো নিয়ে কাজ করেছি, ওইগুলোই আপাতত ম্যাচে ব্যবহারের চেষ্টা করছি। বিশেষ করে আর্ম বলটা লেগ স্পিনের সঙ্গে ভেরিয়েশন হিসেবে আমি যোগ করেছি। তারপর টপ স্পিনটাও করি।’
Comments