আইপিএল নিলামে অবিক্রীত মুশফিক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২০ আসরের খেলোয়াড় নিলামে মুশফিকুর রহিমের ব্যাপারে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ফলে ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান থেকে গেছেন অবিক্রীত।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কলকাতায় চলছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি আসর আইপিএলের খেলোয়াড় নিলাম।
প্রথম দফায় দল না পাওয়া ক্রিকেটারদের পরে নিলামে ওঠার সুযোগ ছিল আরও দুই দফায়। কিন্তু মুশফিককে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ দেখা যায়নি। তাই আর নিলামে ওঠেনি তার নাম।
প্রাথমিক তালিকায় নাম না থাকলেও আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় ঠাঁই করে নিয়েছিলেন মুশফিক। গেল ১১ ডিসেম্বর প্রকাশিত ৩৩২ খেলোয়াড়ের ওই তালিকায় আট ফ্র্যাঞ্চাইজি দলের আগ্রহের কারণে নতুন করে যুক্ত করা হয়েছিল ২৪ ক্রিকেটারকে। তাদের মধ্যে অন্যতম ছিলেন বাংলাদেশের অভিজ্ঞ তারকা মুশি।
আগের দিন আইপিএলের চূড়ান্ত নিলামের তালিকায় আগের ৩৩২ খেলোয়াড়ের সঙ্গে আরও ৬ জনের নাম যোগ করা হয়। অর্থাৎ সবমিলিয়ে ৩৩৮ খেলোয়াড়ের নাম রয়েছে এবারের নিলামে।
মুশফিক ছাড়াও নিলামে দল পাননি বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। নিলামের তালিকায় থাকা আরও তিন বাংলাদেশি মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের নামই ওঠেনি।
উল্লেখ্য, গেল আসরের নিলামেও অবিক্রীত ছিলেন ৩২ বছর বয়সী মুশফিক।
Comments