উড়তে থাকা চট্টগ্রামে বিশ্বকাপজয়ী প্লাঙ্কেট
ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী পেসার লিয়াম প্লাঙ্কেটকে দলে টেনেছে বঙ্গবন্ধু বিপিএলে উড়ন্ত ফর্মে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে চারটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্লাঙ্কেটের বিপিএলে আসার বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে চট্টগ্রাম। বিপিএলের চলমান চট্টগ্রাম পর্ব থেকেই খেলতে দেখা যাবে তাকে। এরই মধ্যে তিনি যোগ দিয়েছেন দলের সঙ্গে।
গেল জুন-জুলাইতে ঘরের মাটিতে ইংল্যান্ডের প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ে দারুণ অবদান রেখেছিলেন প্লাঙ্কেট। সাত ম্যাচ খেলে পেয়েছিলেন ১১ উইকেট। লর্ডসে ঐতিহাসিক ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে নিয়েছিলেন ৩ উইকেট।
প্লাঙ্কেট আসায় বন্দর নগরীর দলটির পেস আক্রমণ যে আরও শক্তিশালী হবে তা আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের রুবেল হোসেন, মুক্তার আলীর সঙ্গে দলটিতে পেসার হিসেবে আগে থেকেই আছেন ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস।
এদিকে, বিপিএলের মাঝপথে দেশে ফিরে যেতে হচ্ছে শ্রীলঙ্কার তিন ক্রিকেটারকে। কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক দাসুন শানাকা ও ওপেনার ভানুকা রাজাপাকশে এবং খুলনা টাইগার্সের স্পিন অলরাউন্ডার ওয়ানিদু হাসারাঙ্গা চট্টগ্রাম পর্ব শেষ করেই দেশের বিমান ধরবেন।
ভারত সফরের টি-টোয়েন্টি দলের ক্যাম্পে ডাকা হয়েছে লঙ্কান ক্রিকেটারদের। তবে তাদের বিকল্প এখনও চূড়ান্ত করেনি দল দুটি।
Comments