বলিউডে ‘আলী হাশমি’ থেকে আইপিএলে ‘দিগ্বিজয়’

বলিউডের চলচ্চিত্র ‘কাই পো চে’র কথা নিশ্চয়ই মনে আছে পাঠক? ২০১৩ সালে নির্মিত চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছিল ‘আলী হাশমি’ নামের এক জন প্রতিভাবান ক্রিকেটারকে ঘিরে। সেই চরিত্রে অভিনয় করা কিশোর দিগ্বিজয় দেশমুখ সত্যি সত্যিই ক্রিকেটার হয়েছেন। আগামী বছরের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন তিনি।
ali hashmi
ছবি: সংগৃহীত

বলিউডের চলচ্চিত্র ‘কাই পো চে’র কথা নিশ্চয়ই মনে আছে পাঠক? ২০১৩ সালে নির্মিত চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছিল আলী হাশমি নামের এক জন প্রতিভাবান ক্রিকেটারকে ঘিরে। সেই চরিত্রে অভিনয় করা কিশোর দিগ্বিজয় দেশমুখ সত্যি সত্যিই ক্রিকেটার হয়েছেন। আগামী বছরের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন তিনি।

চেতন ভগতের ‘থ্রি মিসটেকস অব মাই লাইফ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘কাই পো চে’ চলচ্চিত্রটি দর্শক জনপ্রিয়তা পেয়েছিল। অভিনয় করেছিলেন রাজকুমার রাও, সুশান্ত সিং রাজপুতের মতো তারকারা। আলী চরিত্রটিকে রূপদানকারী দিগ্বিজয় তখন ছিলেন ১৪ বছরের কিশোর, এখন ২১ বছরের টগবগে তরুণ।

গেল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কলকাতায় অনুষ্ঠিত হয় আইপিএলের খেলোয়াড় নিলাম। সেখানে মুম্বাই ২০ লাখ রুপিতে দলে টেনে নেয় দিগ্বিজয়কে। কিশোর ক্রিকেটার হিসেবে চলচ্চিত্রে অভিনয়ের মাত্র সাত বছরের মাথায় তিনি ড্রেসিং রুম শেয়ার করতে যাচ্ছেন লাসিথ মালিঙ্গা-জাসপ্রিত বুমরাহদের মতো খ্যাতিমান বোলারদের সঙ্গে।

বোলিংয়ের প্রসঙ্গটি আসার কারণ হলো, যদিও দিগ্বিজয় অভিনয় করেছিলেন ব্যাটসম্যান হিসেবে, তিনি মূলত এক জন ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার।

২০১৯-২০ মৌসুমে মহারাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছে দিগ্বিজয়ের। টি-টোয়েন্টি আসর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ৭ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। আইপিএলের নিলাম যখন চলছিল, তখন তিনি রঞ্জি ট্রফিতে ক্যারিয়ারের অভিষেক প্রথম শ্রেণির ম্যাচে খেলছিলেন। ওই ম্যাচে বল হাতে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৮৫ রান করেন তিনি।

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

5h ago