মেসির অবসরের পর ব্যালন’ডি অর জেতার প্রত্যাশায় অ্যালিসন
লিওনেল মেসি ভিনগ্রহের ফুটবলার, বহুবার ব্যবহৃত এই বাক্যটি নতুন করে আবার আওড়েছেন অ্যালিসন। সময়ের অন্যতম সেরা এই ব্রাজিলিয়ান গোলরক্ষক জানিয়েছেন, ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখেন তিনি। তবে তা আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির অবসরের পর।
ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইউরোপের ক্লাব আসরের চ্যাম্পিয়ন লিভারপুলের অ্যালিসন মুখোমুখি হবেন স্বদেশী ক্লাব ফ্ল্যামেঙ্গোর। কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা মাঠে গড়াবে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। তার আগে সংবাদ সম্মেলনে মেসির প্রতি মুগ্ধতা জানানোর পাশাপাশি ২৭ বছর বয়সী অ্যালিসন কথা বলেছেন নিজের প্রত্যাশা-স্বপ্ন নিয়েও।
চলতি মাসেই ফ্রান্সের প্যারিসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন মেসি। সে প্রসঙ্গে অ্যালিসনর মত, ‘আমি মনে করি, মেসি ভিনগ্রহের এক জন খেলোয়াড়। দক্ষতার কারণে এবং সাম্প্রতিক বছরগুলোতে তিনি ফুটবলের জন্য যা করে যাচ্ছেন সে কারণে যোগ্য ব্যক্তি হিসেবে তিনি (ব্যালন ডি’অর) জিতেছেন।’
বার্সেলোনা অধিনায়ক মেসির বয়স ৩২ পেরিয়ে গেছে। অগণিত রেকর্ডের মালিক এই ফুটবলারের বাঁ পায়ের জাদু হয়তো আর মাত্র কয়েক বছর দেখা যাবে। তার অবসরের পর সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ীদের মধ্যে নিজেকে রাখছেন অ্যালিসন। এ বছরের পুরস্কারের তালিকায় সপ্তম স্থানে ছিলেন তিনি। সেই সঙ্গে দুই ক্লাব সতীর্থ সাদিও মানে ও ভার্জিল ভ্যান ডাইকের নামও উল্লেখ করেছেন অ্যালিসন, ‘আমি মেসির বড় ভক্ত। আমি মনে করি, তিনি তার ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন। এরপর আমার, সাদিওর এবং ভার্জিলের সামনে লম্বা সময় আছে এটা (ব্যালন ডি’ অর) অর্জন করার।’
কেবল ব্যালন ডি’অর জেতাকেই অবশ্য ক্যারিয়ারের মূল লক্ষ্য বানাচ্ছেন না চলতি বছর ব্রাজিলের হয়ে কোপা আমেরিকার শিরোপা জেতা অ্যালিসন, ‘তবে আমাদের মূল লক্ষ্য এটা (ব্যালন ডি’অর জয়) না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্লাবের (লিভারপুলের) হয়ে জিততে থাকা। আর আমার নিজের কথা চিন্তা করলে জাতীয় দলের (ব্রাজিলের) হয়ে শিরোপা জিততে চাই। ক্যারিয়ারে আমি এসবই প্রত্যাশা করি।’
Comments