১ ওভারে ৪ রান লাগলে মোস্তাফিজকেই বোলিংয়ে আনবেন মুশফিক

mushfiq
ছবি: ফিরোজ আহমেদ

গত বিশ্বকাপের পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না মোস্তাফিজুর রহমানের। বিশ্বকাপেও যে খুব একটা ভালো গিয়েছে তাও নয়। উইকেট পেলেও বেদম পিটুনি খেয়েছেন। আর বিপিএলে তো যাচ্ছেতাই অবস্থা। কিন্তু তারপরও এ পেসারের উপর থেকে আস্থা হারাননি খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিম। এখনও শেষ ওভারে প্রতিপক্ষের ৪ রান লাগলে মোস্তাফিজকেই বোলিংয়ে আনবেন তিনি। 

মোস্তাফিজের সাম্প্রতিক ফর্মে গেল গেল একটা রব উঠে গেছে। অনেকেই তার শেষ দেখে ফেলেছেন। সামাজিক মাধ্যম হতে শুরু করে গণমাধ্যমেও সমালোচনা চলছে তার। আর এমনটা পছন্দ হয়নি মুশফিকের। এখনও তার উপর আস্থা রয়েছে বলে জানান তিনি, 'মোস্তাফিজের কথা বললে, হয়তো সেরা ফর্মে সে এখন নাই। আজ আমি অধিনায়ক না, আপনি যদি আমাকে বলেন বাংলাদেশের এক ওভারে ৪ রান লাগলে আমি এখনও মোস্তাফিজকেই বোলিং দিব। ও ফর্মে থাক আর না থাক। সবাই এমনভাবে বলতেছে যে ও কোথায় না কোথায় চলে গেছে। এটা মোটেও ঠিক না এমন কারো সাথে তরুণদের তুলনা করা।'

মোস্তাফিজের ছন্দহীনতা খুব বেশি থাকবে না বলে মনে করেন মুশফিক। একটা বিপিএল দিয়ে তার মতো খেলোয়াড়কে পরিমাপ করা নিয়ে এক প্রকার খেপেছেন খুলনা অধিনায়ক, 'কেউ একটা বিপিএলে ভালো করলে একজন ১০-৫ বছর ধরে পারফর্ম করা ক্রিকেটারকে সরিয়ে দিয়ে নিয়ে আসবেন দলে। হতেই পারে একটা বিপিএল কারো জন্য খারাপ যেতেই পারে।'

শুধু মোস্তাফিজই নয়, তাসকিন আহমেদ, আরাফাত সানি, রুবেল হোসেন হতে শুরু করে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও ছন্দে নেই। এক শফিউল ইসলাম ছাড়া জাতীয় দলের কোন বোলারই প্রত্যাশা মেটাতে পারেননি। আর তার কারণও ব্যাখ্যা করেছেন মুশফিক, 'টি-টোয়েন্টিতে আপনি খুব কমই উইকেট পাবেন যেখানে বোলাররা খুব সাহায্য পাচ্ছে। পাবেনই এমন উইকেট যেখানে অনেক রান হবে।'

অন্যদিকে এবার দারুণ বোলিং করছেন তরুণ কিছু বোলার। যাদের মধ্যে মেহেদী হাসান রানা অন্যতম। টানা তিন ম্যাচে জয়ের মূলনায়ক তিনি। হাসান মাহমুদ ও মুকিদুল ইসলাম মুগ্ধ গতি-ঝড় তুলে আলোচনায়। অনেকেই মোস্তাফিজদের জায়গায় তাদের এখনই জাতীয় দলে দেখতে চান। আর এমনটা মোটেও পছন্দ নয় মুশফিকের।

তাই সবার উদ্দেশ্যে বিশেষ অনুরোধ করেছেন তিনি, 'অবশ্যই এটা ভালো লক্ষণ যে তরুণ পেসার আসছে। কারণ পেস বোলারদের ইনজুরি সবচেয়ে বেশি হয়। তাদের যদি ব্যাক আপ হিসেবে তৈরি করতে পারি তাহলে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় ভালো দিক হবে। আমার মনে হয় কিছু সময় তরুণদের দেন এবং যারা এতো বছর ধরে করে আসছে তাদের সেই সম্মানটুকু দেন।'

Comments

The Daily Star  | English

Tajia procession marks holy Ashura in Dhaka amid tight security

Crowds began gathering at the site from the early hours, with many attending alongside their families and children

1h ago