৩০ ডিসেম্বর ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালন করবে বিএনপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তির দিন আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করবে বিএনপি। আজ শনিবার রাতে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “৩০ ডিসেম্বর সেই নির্বাচনকে বাংলাদেশের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় কলঙ্ক বলে আমরা মনে করি। সেই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়েছে। এদিনটি যথাযোগ্য গুরুত্বের সঙ্গে পালন করবার জন্যে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট ও বিএনপি কর্মসূচি গ্রহণ করে পালন করবে।”
আওয়ামী লীগের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “আমরা যেহেতু একটি রাজনৈতিক দল, আমরা সকল রাজনৈতিক দলকে সব সময় সহযোগিতা করি, স্বাগত জানাই। আওয়ামী লীগের কাউন্সিলে যেহেতু নতুন নেতৃত্ব গঠন করা হয়েছে আমরা তাদেরকেও স্বাগত জানাচ্ছি।”
আওয়ামী লীগের কাউন্সিল সম্পর্কে তিনি আরও বলেন, “আমরা আশা করি অতীতের অপকর্মগুলোকে ভুলে গিয়ে জনগণের অধিকারগুলো প্রতিষ্ঠা করবার জন্যে তারা অতিদ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। যে নির্বাচনটি একটি নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় অনুষ্ঠিত হবে এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবেন।”
স্কাইপে যুক্ত হয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
Comments