আবেদের সঙ্গে এদেশের সাধারণ মানুষের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত: ড. ইউনূস

Yunus.jpg
২২ ডিসেম্বর ২০১৯, আর্মি স্টেডিয়ামে শোকবইয়ে লিখছেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি: আনিসুর রহমান/স্টার

স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা জানাতে আর্মি স্টেডিয়ামে এসেছিলেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি শোকবইতে লিখেন, আবেদকে হারানোয় এদেশের মানুষ একজন বন্ধু হারালো।

তিনি লিখেন, “আবেদের সঙ্গে এদেশের সাধারণ মানুষের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার বিদায়ে এদেশের মানুষ একজন বন্ধু হারালো। তাঁর অবদান এদেশের মানুষ কৃতজ্ঞতার সঙ্গে চিরদিন স্মরণ রাখবে।”

স্যার ফজলে হাসান আবেদের মরদেহ রাখা হয়েছে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাচ্ছেন।

আরও পড়ুন:

স্যার ফজলে হাসান আবেদকে সর্বসাধারণের শ্রদ্ধা

তুমি আমাদের চিরসাথী

মানুষের জন্য কাজ করতে হবে, ব্র্যাক শুরু করার সময় এই ছিলো একমাত্র চিন্তা

চলে গেলেন পৃথিবীর সবচেয়ে বড় বেসরকারি প্রতিষ্ঠান গড়ার কারিগর

স্যার ফজলে হাসান আবেদ আর নেই

Comments

The Daily Star  | English
Rizvi criticizes PR system in elections

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

4h ago