বিগ ব্যাশে নেমে কাঁপিয়ে দিলেন পাকিস্তানি আনকোরা পেসার
ক’দিন আগেও ছিলেন একেবারেই অচেনা। পাকিস্তানের রাওয়ালপিন্ডির পেসার হারিস রউফ খেলতেন অস্ট্রেলিয়ার রাজ্য দল তাসমানিয়ার লিগে। ডেল স্টেইনের চোটে সেখান থেকেই সরাসরি তার ঠাঁই হয় বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সে। বিগ ব্যাশে নেমেই গতির ঝড় তুলেছেন তিনি। দারুণ এক স্পেলে তুলেছেন ৫ উইকেট।
রবিবার (২২ ডিসেম্বর) বিগ ব্যাশের ম্যাচে মেলবোর্ন স্টার্স আগে ব্যাট করে করেছিল ৪ উইকেটে ১৬৩। ওই রান তাড়া করতে নেমে হোবার্ট হ্যারিকেন পড়ে হারিসের গতির ঝড়ে। মাত্র ১১১ রানেই অলআউট হয়ে যায় তারা। হারিস নেন ২৭ রানে ৫ উইকেট। ১৫০ কিলোমিটার গতি তুলতে পারার সামর্থ্যে আচমকাই বড় মঞ্চে পথ খুলে গিয়েছিল তার। আসল মঞ্চে নেমে রাখলেন নিজের সামর্থ্যের ছাপ।
নিজের প্রথম বিগ ব্যাশ ম্যাচে গতি আর বুদ্ধিদীপ্ত বোলিং দিয়ে মাত করেন হারিস। দ্বিতীয় বলেই ম্যাকডরমটকে ফিরিয়ে নেন প্রথম উইকেট। দ্বিতীয় ওভারে নেন ৩ উইকেট। ১৪৩ কি.মি. গতির বাউন্সারে কট বিহাইন্ড বানান ম্যাকলাইজার রাইটকে। ওই ওভারেই ১৪৭ কি.মি. ইয়র্কারে স্টাম্প খোয়ান টমাস রজার্স। একই ওভারের পঞ্চম বলে কাইস আহমেদেরও হয় একই দশা।
নিজের শেষ ওভারে ন্যাথান এলিসকে বোল্ড করে ডানহাতি হারিস পুরো করেন ৫ উইকেট।
দক্ষিণ আফ্রিকান পেস কিংবদন্তি স্টেইনের চোটে বেশ বিপাকে পড়ে গিয়েছিল মেলবোর্ন। হারিসকে পেয়ে তাদের এখন পুরো বিপরীত অবস্থা। স্টেইন সেরে উঠেছেন, এখন পরের ম্যাচে কাকে রেখে কাকে বাদ দেবে মেলবোর্ন স্টার্স?
Comments