৪৩ বছর পর প্রধানমন্ত্রী পেলো কিউবা

Manuel Marrero Cru
কিউবার নতুন প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ। ছবি: সংগৃহীত

কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল ডিয়াজ-কানেল গতকাল (২১ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ম্যানুয়েল মারেরো ক্রুজের নাম ঘোষণা করেছেন।

কিউবার সর্বশেষ প্রধানমন্ত্রী ছিলেন ফিদেল কাস্ত্রো। তিনি পরবর্তীতে স্টেট কাউন্সিলের রাষ্ট্রপতি হন, যা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুটি পদকে একীভূত করে।

ম্যানুয়েল মারেরো ক্রুজ আগামী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বলে কিউবার সরকারি সংবাদ এজেন্সি এসিএন’র বরাত দিয়ে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

ক্রুজ প্রায় ১৬ বছর ধরে দেশটির পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পর্যটনমন্ত্রী হওয়ার আগে সে দেশের সামরিক বাহিনীর কর্নেল ছিলেন।

কিউবার জাতীয় সংসদে বছরের শেষ অধিবেশনে ৫৯৪ জন সদস্যের উপস্থিতিতে এই নিয়োগ হলো।

এই অধিবেশনেই উপ-প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদেরও নিয়োগ দেওয়া হয়েছে।

মিগুয়েল ডিয়াজ-কানেল রাষ্ট্রপতি এবং রাউল কাস্ত্রো কমিউনিস্ট পার্টির ফার্স্ট সেক্রেটারি হিসেবেই রয়েছেন।

চলতি বছর ফেব্রুয়ারিতে কিউবার সংবিধানে পরিবর্তন আসে। এই পরিবর্তনের ফলে এখন থেকে রাষ্ট্রপতি পদে পাঁচ বছর করে সর্বোচ্চ দুই মেয়াদে থাকা যাবে।

তবে, সংবিধান অনুযায়ী কিউবাতে একমাত্র রাজনৈতিক দল থাকছে কমিউনিস্ট পার্টিই। সেই সঙ্গে তারাই সরকারের নীতিনির্ধারক হিসেবে থাকছে।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

59m ago