উইজডেনের দশক সেরা ওয়ানডে দলে সাকিব

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন সাময়িকী নির্বাচিত এই দশকের সেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান।
shakib al hasan
ছবি: রয়টার্স

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন সাময়িকী নির্বাচিত এই দশকের সেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান।

উইজডেনের ক্রিকেট লেখক ও প্রতিনিধিদের রায়ে এবং গেল দশ বছরের পারফরম্যান্সের ভিত্তিতে বাছাই করা হয়েছে একাদশটি। সেখানে রয়েছে বাংলাদেশের বাঁহাতি তারকা অলরাউন্ডারের নাম। যদিও তিনি এখন নিষেধাজ্ঞার কারণে সব ধরনের ক্রিকেট থেকে বাইরে আছেন।

শনিবার (২১ ডিসেম্বর) প্রকাশিত দলটি সাজানো হয়েছে ছয় ব্যাটসম্যান, এক অলরাউন্ডার ও চার পেসার দিয়ে।

গেল এক দশকে সাকিব খেলেছেন ১৩১ ওয়ানডে। ব্যাট হাতে ৪ হাজার ২৭৬ রান করার পাশাপাশি বল হাতে ১৭৭ উইকেট নিয়েছেন তিনি। গেল বিশ্বকাপে তিনি ছিলেন অন্যতম সেরা পারফর্মার।

উইজডেনের সেরা একাদশে ভারতের সর্বোচ্চ তিন জন ক্রিকেটার আছেন। তারা হলেন দলটির বর্তমান অধিনায়ক বিরাট কোহলি, সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে ঠাঁই পেয়েছেন দুজন করে। অজি তারকা ডেভিড ওয়ার্নার ও মিচেল স্টার্কের সঙ্গে আছেন প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স ও ডেল স্টেইন। একাদশের বাকিরা হলেন ইংল্যান্ডের জস বাটলার, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

উইজডেন দশক সেরা ওয়ানডে দল:

ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, জস বাটলার, মহেন্দ্র সিং ধোনি, সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা, মিচেল স্টার্ক, ডেল স্টেইন, ট্রেন্ট বোল্ট।

এক দশকের পারফরম্যান্স:

রোহিত শর্মা, ভারত, ম্যাচ- ১৭৯, রান- ৮১৮৬, গড়- ৫৩.৫০

ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়া, ম্যাচ- ১০৯, রান- ৪৮৮৪, গড়- ৪৭.৮৮

বিরাট কোহলি, ভারত, ম্যাচ- ২২৬, রান- ১১০৪০, গড়- ৬০.৬৫

এবি ডি ভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকা, ম্যাচ- ১৩৫, রান- ৬৪৮৫, গড়- ৬৪.২০

জস বাটলার, ইংল্যান্ড, ম্যাচ- ১৪২, রান- ৩৮৪৩, গড়- ৪০.৮৮

মহেন্দ্র সিং ধোনি, ভারত, ম্যাচ- ১৯৬, রান- ৫৬৪০, গড়- ৫০.৩৫

সাকিব আল হাসান, বাংলাদেশ, ম্যাচ- ১৩১, রান- ৪২৭৬, গড়- ৩৮.৮৭, উইকেট- ১৭৭, গড়- ৩০.১৫

লাসিথ মালিঙ্গা, শ্রীলঙ্কা, ম্যাচ- ১৬২, উইকেট- ২৪৮, গড়- ২৮.৭৪

মিচেল স্টার্ক, অস্ট্রেলিয়া, ম্যাচ- ৮৫, উইকেট- ১৭২, গড়- ২০.৯৯

ট্রেন্ট বোল্ট, নিউজিল্যান্ড, ম্যাচ- ৮৯, উইকেট- ১৬৪, গড়- ২৫.০৬

ডেল স্টেইন, দক্ষিণ আফ্রিকা, ম্যাচ- ৯০, উইকেট- ১৪৫, গড়- ২৪.৮০।

Comments

The Daily Star  | English

Fashion brands face criticism for failure to protect labour rights in Bangladesh

Fashion brands, including H&M and Zara, are facing criticism over their lack of action to protect workers' basic rights in Bangladesh, according to Clean Clothes Campaign (CCC)..One year after a violent crackdown by state actors and employers against Bangladeshi garment workers protesting

Now