সাইকো পূজা চেরি!
নতুন প্রজন্মের নায়িকা পূজা চেরি নতুন একটি সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অনন্য মামুন পরিচালিত সেই সিনেমার নাম ‘সাইকো’। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন রোশান।
ছবির গল্পে পূজাকে একজন মন্ত্রীর মেয়ের চরিত্রে দেখা যাবে এবং মেয়েটি কিডন্যাপ হবে। নতুন বছরের জানুয়ারি মাসের প্রথমে দিকে ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক ।
পূজা চেরি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, সাইকো ছবির চরিত্রটিতে অভিনয় করার অনেক জায়গা রয়েছে। বর্তমানে সেই চরিত্রটির জন্য প্রস্তুতি নিচ্ছি। শুধু আমার চরিত্র না সাইকো ছবির পুরো গল্পটা এক কথায় অসাধারণ। আমার অভিনীত অন্য ছবির চরিত্রের সঙ্গে কোন মিল নেই।’
পূজা চেরি অভিনীত ‘জ্বীন’ ও ‘শান’ নামে দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবির তালিকায় রয়েছে পোড়ামন-২, দহন, নুরজাহান ও প্রেম আমার-২ ছবিগুলো।
Comments