মুক্তিযুদ্ধ মঞ্চের ৩ নেতা রিমান্ডে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের তিন নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রিমান্ডপ্রাপ্তরা হলেন- মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান শান্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তুর্য।
আজ (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলামের আদালত এ আদেশ দেন।
শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার এই তিনজনকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ওই হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুনসহ এ এস এম সনেট, ইয়াসির আরাফাত তুর্য, ইমরান সরকার, ইয়াদ আল রিয়াদ, মাহবুব হাসান নিলয়, তৌহিদুল ইসলাম মাহিমসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করে পুলিশ।
মামলায় আল মামুন, ইয়াসির আরাফাত তুর্য ও মেহেদী হাসান শান্তকে গ্রেপ্তার দেখানো হয়।
গতকাল আল মামুন ও ইয়াসির আরাফাত তুর্যকে এবং আজ সকালে মেহেদী হাসান শান্তকে আটক করেছিলো পুলিশ।
আরও পড়ুন:
নুরদের ওপর হামলায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা
৯ বার হামলার শিকার নুর, বিচার হলে পুনরাবৃত্তি হতো না: বিশিষ্টজনদের বিবৃতি
মুক্তিযুদ্ধ মঞ্চের দুই নেতা আটক
Comments