১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায়, রাত সাড়ে ১১টায় এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কমে গেলে আজ (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
দীর্ঘ ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে পাটুরিয়া ঘাটে প্রায় এক হাজার পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের এজিএম খন্দকার তানভির হোসেন বলেন, “গতকাল রাত সাড়ে ১১টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো। কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সাড়ে নয়টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।”
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৮টি ফেরির মধ্যে বর্তমানে ১৩টি ফেরি সচল রয়েছে।
Comments