পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে অব্যবস্থাপনায় দীর্ঘ যানজট
দীর্ঘ যানজট। আরিচা মহাসড়ক থেকে পাটুরিয়া রাস্তায় ঢোকার পুরো রাস্তাতেই আটকে রয়েছে গাড়ি। পুলিশের কোনো তৎপরতা নেই- ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে ফেরিঘাট থেকে চার কিলোমিটার দূরে থাকা একজন যাত্রী এমনটিই জানালেন।
নাম প্রকাশ না করার শর্তে যানজটে আটকে থাকা সেই যাত্রী আজ (২৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “অপেক্ষায় থাকা ফেরিঘাটে যাওয়ার রাস্তার দুই লেনেই বাস ঢুকে গেছে। ফলে ফেরি থেকে নেমে কোনো গাড়ি আসতে পারছে না। স্থির জ্যামে অন্তত দুই ঘণ্টা ধরে আটকে আছে সব বাস, ছোট গাড়ি।”
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “পুলিশের কোনো তৎপরতা নেই। তারা চুপচাপ দাঁড়িয়ে আছে। কোনো ব্যবস্থাপনা না থাকায় পুরো রাস্তায় গাড়িগুলো স্থির দাঁড়িয়ে রয়েছে। গাড়ি ফেরি পর্যন্ত যেতে পারছে না। ফেরি থেকে নেমে গাড়িগুলো রাস্তায় চলে এসেছে। রাস্তায় জট থাকার কারণে সেই গাড়িগুলো বের হতে পারছে না।”
প্রায় পাঁচ-সাত কিলোমিটার রাস্তায় গাড়ি আটকে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে, ঘন কুয়াশার কারণে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সকাল সাড়ে নয়টার দিকে ফেরি চলাচল শুরু হয়। ফেরি বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ হয়। কিন্তু, ফেরি চলাচল শুরু হলেও অব্যবস্থাপনার কারণে রাস্তায় সৃষ্ট যানজট তাদের দুর্ভোগকে আরও বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য ভুক্তভোগী সাধারণ যাত্রীদের।
আরও পড়ুন:
Comments