দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস
আজ (২৬ ডিসেম্বর) সকাল নয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এটি সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম।
আজ দিনে হালকা রোদের দেখা মিললেও রাতভর ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে শীতের প্রকোপ বেড়েছে বলে জানান তিনি। সকাল আটটার পর পঞ্চগড়ে সূর্যের দেখা মিললেও শীতের প্রকোপ এখনও কমেনি।
গত কয়েকদিন ধরে দেশের উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁয়ে হাড়-কাঁপানো শীতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন-আয়ের খেটে খাওয়া মানুষ। মৃদু শৈত্য প্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন।
গতকাল সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৬ দশমিক ২। সেটিও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো।
গত ২৪ ডিসেম্বর সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেটিও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো। ওইদিন সন্ধ্যা ৬টায় তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ২২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে গত ২৩ ডিসেম্বর সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ২২ ডিসেম্বর সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, গত সপ্তাহে আকাশে মেঘ ছিলো বলে তাপমাত্রা কিছুটা বেড়েছিলো। আকাশে মেঘ থাকলে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। এখন মেঘ কেটে যাওয়ায় দিনে রোদের দেখা মিলছে বটে তবে রাতের তাপমাত্রা কমে যাচ্ছে।
Comments