ট্রলকে ভালোবাসার চোখে দেখেন ইমরুল
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রায় নিয়মিতই ট্রলের শিকার হয়ে থাকেন ইমরুল কায়েস। তাকে নিয়ে নানা রকমের ব্যঙ্গাত্মক, হাস্য-রসাত্মক লেখা হয় ভাইরাল। চলতি বিপিএলে রানের মধ্যে থাকা এই বাঁহাতি কি তবে ব্যাট হাতেই দিচ্ছেন সেসব বিদ্রুপের পাল্টা জবাব? স্মিত হেসে ইমরুল উড়িয়ে দিলেন প্রশ্নটি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ভারপ্রাপ্ত অধিনায়ক জানালেন, দর্শকরা যদি ভালোবেসে তাকে ‘ইমরুল ব্রো’ বলে সম্বোধন করেন তাতে তার কোনো আফসোস নেই।
শুক্রবার (২৭ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্লাটুনকে ৬ উইকেটে হারিয়েছে বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চট্টগ্রাম। আট ম্যাচে ষষ্ঠ জয়ে প্লে অফে এক পা দিয়ে ফেলেছে তারা। দলের জয়ে এদিন সবচেয়ে বড় অবদান রেখে ম্যাচসেরা হয়েছেন ইমরুল। আসরে তৃতীয় ফিফটি তুলে নিয়ে ৫৩ বলে ৫৪ রানে অপরাজিত থেকেছেন তিনি। উঠে গেছেন বিপিএলের রান সংগ্রাহকদের তালিকার দ্বিতীয় স্থানে। আট ম্যাচে ৪৮.১৬ গড়ে তার সংগ্রহ ২৮৯ রান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে খেলা বিষয়ক নানা প্রশ্নের মাঝে ইমরুলের কাছে জানতে চাওয়া হলো মাঠের বাইরের একটি প্রসঙ্গ সম্পর্কে। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ট্রল করা হয়ে থাকে, ‘ইমরুল ব্রো’ বলে অভিহিত করা হয়ে থাকে- সেসব নিয়ে নিয়ে তার অভিমত কী?
প্রশ্নের জবাব ইমরুল দিলেন সোজা ব্যাটে। বললেন, এসব তার প্রতি ক্রিকেট ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশ, ‘কেউ যদি আমাকে ইমরুল ব্রো বলে মজা পায়, তাহলে পাক না। আমার কোনো আফসোস নাই। আমাকে ভালোবেসে ডাকছে। ডাকুক না, সমস্যা নাই।’
ইমরুলের আগে সংবাদ সম্মেলনে এসে ঢাকা অধিনায়ক মাশরাফি বলছেন, এভাবে ধারাবাহিকতা দেখাতে পারলে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন ইমরুল। তার কথায় আশাবাদী হয়ে উঠেছেন এই ওপেনার। তবে দলে ডাক পাওয়ার বিষয়টি নিয়ে মাথা না ঘামিয়ে এই মুহূর্তে কেবল নিজের কাজটা ঠিকভাবে করাতেই মনযোগ দিচ্ছেন ইমরুল।
‘আমি যে টি-টোয়েন্টি খেলব সেটা তো আমি নিজে বলতে চাই না। আমি যেখানেই খেলি, আমার কাজটা করার চেষ্টা করছি। বিপিএল, প্রিমিয়ার লিগ বা যেখানেই খেলি, আমি পারফর্ম করার চেষ্টা করব। কখনো সফল হব, কখনো বিফল হব। সব সময় একটা খেলোয়াড় সফল হতে পারে না। আমি সেভাবে টার্গেট করে খেলতে চাইছি না যে এখানে ভালো খেললে আমি জাতীয় দলে ডাক পাব। আমি কাজ করে যাই, তারা (নির্বাচকরা) যদি মনে করেন, আমাকে দিয়ে কাজ হতে পারে, তাহলে আমাকে অবশ্যই ডাকবে। না ডাকলে সমস্যা নাই।’
Comments