চট্টগ্রামে দুর্ঘটনায় ২ মেয়েসহ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা নিহত
বান্দরবানে সপরিবারে ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই মেয়েসহ প্রাণ হারিয়েছেন বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা।
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখার যুগ্ম পরিচালক সাইফুজ্জামান (৪০) স্ত্রী, দুই মেয়ে ও ছেলেকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে ফিরছিলেন। সকালে ফৌজদারহাটের বাংলাবাজারে পৌঁছানোর পর বিপরীত দিক আসা একটি লরি ওই গাড়িটিকে ধাক্কা দেয়। এতে দুই মেয়ে তাসরিন (১৩) ও তাফিয়া-ও (১৫) সেখানেই প্রাণ হারায়। আহত অবস্থায় তিন জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান সাইফুজ্জামান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহরুল ইসলাম হতাহতদের পরিচয় নিশ্চিত করেছে।
Comments