ডাকসু ভিপি নুরের বিরুদ্ধে এবার ডিজিটাল আইনে মামলা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি করেছেন ঢাবির জগন্নাথ হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক অর্ণব হোড়।
মামলায় নুরের বিরুদ্ধে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস সম্পর্কে গত ২৩ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘উসকানিমূলক’ বক্তব্য এবং ছাত্রলীগ সম্পর্কে ‘অসম্মানজনক ও মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এর আগে, একইদিন নুরের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা করেন ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ডি এম সাব্বির হোসেন। মামলায় নুর ছাড়াও কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ২৮ জন সদস্যকে আসামি করা হয়েছে।
গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনে নিজ কক্ষে বর্বরোচিত হামলার শিকার হওয়ার চার দিন পর নুরের বিরুদ্ধে এসব মামলা করা হয়।
ওইদিন ওই কক্ষের আলো নিভিয়ে নুর ও সঙ্গে থাকা অন্য ছাত্রদের পিটিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। পরে নুরসহ অন্তত ১৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
Comments