ঢাকা উত্তরে আতিকুল, দক্ষিণে তাপসকে আ. লীগের মনোনয়ন

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শেখ ফজলে নূর তাপসকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
Atiq-and-Tapash.jpg
আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস। ছবি: সংগৃহীত

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শেখ ফজলে নূর তাপসকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

আজ (১৯ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় তিনি জানান, মহিলা কাউন্সিলরদের ব্যাপারে আজ সন্ধ্যা ছয়টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র সাঈদ খোকনকে মনোনয়ন না দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “যারা গ্রহণযোগ্য এবং জনপ্রিয়, তাদেরকেই মনোনয়ন দেওয়া হয়েছে।”

আতিকুল ইসলাম বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়রের পদে এবং শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০ আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্বপালন করছেন।

এর আগে, গত ২৫ ডিসেম্বর ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস।

Comments

The Daily Star  | English
bd govt logo

25 districts including Dhaka get new DCs

Deputy commissioners were withdrawn from these districts on August 20

1h ago