রেমিটেন্স বাড়বে ১৭ শতাংশ

বছর শেষে দেশের অর্থনীতির জন্য সুখবর এসেছে প্রবাসী শ্রমিকদের কল্যাণে। রেমিটেন্স প্রবাহের প্রবণতা থেকে দেখা যাচ্ছে বছরের শেষে এর পরিমাণ ১৮ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াতে পারে যা গত বছরের তুলনায় ১৭ শতাংশেরও বেশি।
জাতীয় প্রেসক্লাবে অভিবাসন সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের প্রতিবেদন প্রকাশ। ছবি: স্টার

বছর শেষে দেশের অর্থনীতির জন্য সুখবর এসেছে প্রবাসী শ্রমিকদের কল্যাণে। রেমিটেন্স প্রবাহের প্রবণতা থেকে দেখা যাচ্ছে বছরের শেষে এর পরিমাণ ১৮ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াতে পারে যা গত বছরের তুলনায় ১৭ শতাংশেরও বেশি।

অভিবাসন সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট প্রকাশিত লেবার মাইগ্রেশন ট্রেন্ড রিপোর্ট ২০১৯ এ এই তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনটি ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, গত বছরের তুলনায় এবছর ১৭ দশমিক ০৫ শতাংশ পর্যন্ত রেমিটেন্স বৃদ্ধি পেতে পারে। নভেম্বর পর্যন্ত ১৬ দশমিক ৬৭ বিলিয়ন ডলার প্রবাসী আয় হিসেবে দেশে এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৯ দশমিক ৮৭ শতাংশ এসেছে সৌদি আরব থেকে। এর পরই রয়েছে সংযুক্ত আরব আমিরাত। সেখান থেকে দেশে এসেছে মোট রেমিটেন্সের ১৪ দশমিক ৯৯ শতাংশ।

সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক তাসনিম সিদ্দিকী প্রেস ব্রিফিংয়ে বলেন, এবছর আরব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে মোট ৬ লাখ ৪ হাজার ৬০ জন বাংলাদেশি শ্রমিক গেছেন। তবে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর প্রবাসী শ্রমিকের সংখ্যা কমেছে। এর জন্য মূলত মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশ বন্ধ হয়ে যাওয়াকে দায়ী করেন তিনি। দেশটিতে এ বছর মাত্র ৪০০ জন বাংলাদেশি শ্রমিক গেছেন।

Comments

The Daily Star  | English

8 killed as private car falls into roadside canal in Pirojpur

At least eight people, including four members of a family, died after a private car plunged into a roadside canal in Pirojpur early today

13m ago